প্রসাব-পায়খানা ছোট নাপাকীর অন্তর্ভুক্ত। এর নিয়ম সম্পর্কে
রাসুল্লুলাহ (স) বলেনঃ যখন তোমাদের কেউ প্রসাব-পায়খানায় যাবে তখন সে যেন কিবলার
দিকে মুখ ও পিঠ ফিরিয়ে না বসে। অতঃপর পানির অবর্তমানে তিনি রাসুল্লুল্লাহ (স)
ইস্তিঞ্জার জন্য সর্বনিম্ন ৩টি পাথর নেয়ার নির্দেশ দেন এবং গোবর বা হাড় (অন্য
বর্ণনায় কয়লা) দিয়ে কুলুখ নিতে নিষেধ করেন। আর ডান হাত দিয়ে প্রসাব-পায়খানার অংগ
ধুতে নিষেধ করেন। (সহীহ মুসলিম)
No comments:
Post a Comment