বাংলা ২য় পত্র সকল বোর্ড JSC/SSC/HSC এর জন্য শতভাগ কমন।
#ব্যাকরণঅংশঃ
১। শব্দ গঠন বলতে কি বুঝ ?
কি কি উপায়ে গঠিত হয়।
২।গঠন
অনুসারে বাংলা বাক্য কত
প্রকার ও কি কি? উদাহরন সহ
লেখ
৩। বাক্য বলতে কি বুঝ? সার্থক
বাক্য গঠনে কি কি গুন
থাকা প্রয়োজন? উদাহরন সহ
লিখ।
৪।সন্ধি ও সমাসের
মধ্যে পার্থক্য
৫। উপসর্ঙ্গের
অর্থবাচকতা নেই কিন্তু
অর্থদ্যোকতা আছে, উদাহরন সহ
আলোচনা করো ।
#পত্রলিখনঃ
১।তোমার কলেজে নজরুল
জয়ন্তী উপলক্ষে একটি আমন্ত্রন
পত্র লিখ
ভাষণঃ
সর্বস্তরে মাতৃভাষা চর্চা শীর্ষক
সেমনারে প্রধান
বক্তা হিসেবে ভাষন
রচনা কর।
#প্রতিবেদনঃ
নিত্যপ্রয়োজনীও
বৃদ্ধা সম্পর্কে প্রতিবেদন
রচনা কর।
#ভাবসম্প্রসারণঃ
১।মানুষ বাচে তার কর্মের
মধ্যে, বয়সের মধ্যে নয়
২।স্বাধীনতা অর্জনের
চেয়ে রক্ষা করা কঠিন
রচনাঃ
১।পর্যটন শিল্প
২।মানবকল্যাণে বিজ্ঞান
৩।স্বদেশপ্রেম
৪।জাতি গঠনে ছাত্র
সমাজের ভুমিকা
১০০% ফাঁস হওয়া প্রকৃত প্রশ্ন এই পেইজে পোস্ট করা হবে যারা এই পেইজে লাইজ দিবেন না তারা অনেক কিছু মিস করবেন★১০০% ফাঁস হওয়া প্রকৃত প্রশ্ন পত্রের জন্য পেইজ টিতে লাইক দিয়ে এক্টিভ থাকুন।
http://int-bd.blogspot.com
Bangla 1st Paper for JSC Exam
১। 'দুই বিঘা জমি' কবিতাটির রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. জীবনানন্দ দাশ
গ. জসীমউদ্দীন
ঘ. সুফিয়া কামাল
২। 'সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি'_ কী?
ক. সোনার খনি খ. সোনায় মোড়া
গ. সোনার বাড়া ঘ. সোনার মাতা
৩। 'হাটে মাঠে বাটে এই মতো কাটে'_ কত বছর কাটে?
ক. বছর নয়-দশ
খ. বছর দশ-এগার
গ. বছর এগার-বার
ঘ. বছর পনের-ষোল
৪। 'প্রাচীরের কাছে এখনও যে আছে'_ কী আছে?'
ক. সেই কাঁঠাল গাছ খ. সেই জাম গাছ
গ. সেই আম গাছ ঘ. সেই তাল
৫। সহসা বাতাস বয়ে গেলে উপেনের কোলের কাছে কয়টি ফল পড়ল?
ক. দুটি খ. একটি
গ. তিনটি ঘ. চারটি
৬। 'প্রহর' বলতে কী বোঝানো হয়?
ক. আধাঘণ্টা কাল খ. একঘণ্টা কাল
গ. দুইঘণ্টা কাল ঘ. তিন ঘণ্টা কাল
৭। বাবু যত বলে পরিষদ দলে_ কত গুণ বলে?
ক. দু'গুণ খ. তিন গুণ
গ. শত গুণ ঘ. হাজার গুণ
৮। মোসাহেবদের সঙ্গে বাবু কী করছিলেন?
ক. মাছ ধরছিলেন
খ. পাখি শিকার করছিলেন?
গ. গল্প-গুজব করছিলেন
ঘ. দাবা খেলছিলেন
৯। 'আমি তো নীরবে দিয়েছি আমার সব' কে দিয়েছে?
ক. পথিক খ. জমিদার
গ. পিয়াদা ঘ. উপেন
১০। 'সমীর' শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. ললাট খ. রজনী
গ. বাতাস ঘ. সম্মান
১১। 'দুই বিঘা জমি' কী ধরনের কবিতা?
ক. বিষাদ কবিতা খ. কাহিনী কবিতা
গ. পদ্য কবিতা ঘ. শোষণ কবিতা
১২। কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?
ক. সোনার তরী খ. সোনার বাংলা
গ. গীতাঞ্জলি ঘ. বলাকা
১৩। 'দুই বিঘা জমি' কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
ক. কথাকলি খ. মানসী
গ. সোনার তরী ঘ. কথা ও কাহিনী
১৪। 'সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম'_ উক্তিটিতে যে ভাব প্রকাশ পেয়েছে_
র. স্মৃতিকাতরতা
রর. ঐতিহাসিকতা
ররর. স্বাভাবিকতা
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. ররর ঘ. রর এবং ররর
১৫। 'মারিয়া করিব খুন।'_ এ কথা কে বলেছে?
ক. উপেন খ. জমিদার
গ. মালী ঘ. পারিষদ
১৬। নিচের কোন পঙ্ক্তিটিতে উপেনের আক্ষেপ প্রকাশিত হয়েছে?
ক. মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে।
খ. একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা।
গ. স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানু মাথা।
ঘ. তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।
উত্তর : ১. ক ২. গ ৩
. ঘ ৪. গ ৫. ক ৬.ঘ ৭. গ ৮. ক ৯. ঘ ১০. গ ১১.
খ ১২. গ ১৩. ঘ ১৪. ক ১৫. খ ১৬. ঘ। ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. জীবনানন্দ দাশ
গ. জসীমউদ্দীন
ঘ. সুফিয়া কামাল
২। 'সপ্তপুরুষ যেথায় মানুষ সে মাটি'_ কী?
ক. সোনার খনি খ. সোনায় মোড়া
গ. সোনার বাড়া ঘ. সোনার মাতা
৩। 'হাটে মাঠে বাটে এই মতো কাটে'_ কত বছর কাটে?
ক. বছর নয়-দশ
খ. বছর দশ-এগার
গ. বছর এগার-বার
ঘ. বছর পনের-ষোল
৪। 'প্রাচীরের কাছে এখনও যে আছে'_ কী আছে?'
ক. সেই কাঁঠাল গাছ খ. সেই জাম গাছ
গ. সেই আম গাছ ঘ. সেই তাল
৫। সহসা বাতাস বয়ে গেলে উপেনের কোলের কাছে কয়টি ফল পড়ল?
ক. দুটি খ. একটি
গ. তিনটি ঘ. চারটি
৬। 'প্রহর' বলতে কী বোঝানো হয়?
ক. আধাঘণ্টা কাল খ. একঘণ্টা কাল
গ. দুইঘণ্টা কাল ঘ. তিন ঘণ্টা কাল
৭। বাবু যত বলে পরিষদ দলে_ কত গুণ বলে?
ক. দু'গুণ খ. তিন গুণ
গ. শত গুণ ঘ. হাজার গুণ
৮। মোসাহেবদের সঙ্গে বাবু কী করছিলেন?
ক. মাছ ধরছিলেন
খ. পাখি শিকার করছিলেন?
গ. গল্প-গুজব করছিলেন
ঘ. দাবা খেলছিলেন
৯। 'আমি তো নীরবে দিয়েছি আমার সব' কে দিয়েছে?
ক. পথিক খ. জমিদার
গ. পিয়াদা ঘ. উপেন
১০। 'সমীর' শব্দের প্রতিশব্দ কোনটি?
ক. ললাট খ. রজনী
গ. বাতাস ঘ. সম্মান
১১। 'দুই বিঘা জমি' কী ধরনের কবিতা?
ক. বিষাদ কবিতা খ. কাহিনী কবিতা
গ. পদ্য কবিতা ঘ. শোষণ কবিতা
১২। কোন কাব্যের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এশীয়দের মধ্যে প্রথম সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন?
ক. সোনার তরী খ. সোনার বাংলা
গ. গীতাঞ্জলি ঘ. বলাকা
১৩। 'দুই বিঘা জমি' কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
ক. কথাকলি খ. মানসী
গ. সোনার তরী ঘ. কথা ও কাহিনী
১৪। 'সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম'_ উক্তিটিতে যে ভাব প্রকাশ পেয়েছে_
র. স্মৃতিকাতরতা
রর. ঐতিহাসিকতা
ররর. স্বাভাবিকতা
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. ররর ঘ. রর এবং ররর
১৫। 'মারিয়া করিব খুন।'_ এ কথা কে বলেছে?
ক. উপেন খ. জমিদার
গ. মালী ঘ. পারিষদ
১৬। নিচের কোন পঙ্ক্তিটিতে উপেনের আক্ষেপ প্রকাশিত হয়েছে?
ক. মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে।
খ. একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা।
গ. স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানু মাথা।
ঘ. তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।
উত্তর : ১. ক ২. গ ৩
১. 'মানবধর্ম' কবিতাটির রচয়িতা কে?
ক. কাজী নজরুল ইসলাম
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. জসীমউদ্দীন
ঘ. লালন শাহ্
২. লালন শাহ কী ধরনের কবি?
ক. মানবতাবাদী মরমি কবি
খ. স্বদেশ প্রেমিক কবি
গ. প্রকৃতি প্রেমিক কবি
ঘ. বিদ্রোহী কবি
৩. লালন শাহের গানের বিশেষ বৈশিষ্ট্য-
র. অধ্যাত্ম ভাব
রর. মরমি রস ব্যঞ্জনা
ররর. প্রকৃতি চেতনা
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. র এবং রর ঘ. ররর
৪. লালন শাহ্ কোথায় মৃত্যুবরণ করেন?
ক. কুষ্টিয়ায় খ. কুমিল্লায়
গ. যশোরে ঘ. বরিশালে
৫. লালন শাহ্ কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন?
ক. ১৭৭২ খ. ১৭৯০
গ. ১৮৭২ ঘ. ১৮৯০
৬. লালন শাহ্ গানে নিজেকে কী হিসেবে উল্লেখ করেছেন?
ক. কবি লালন খ. ফকির লালন
গ. গায়ক লালন ঘ. মরমি লালন
৭. 'গর্তে গেলে কূপজল কয়_ 'কূপজল' অর্থ কী?
ক. শীতল জল খ. খালের জল
গ. কুয়োর পানি ঘ. দুর্গদ্ধযুক্ত পানি
৮. মানুষের কোন পরিচয়টি বড় হওয়া উচিত বলে তুমি মনে কর?
ক. সামাজিক পরিচয়
খ. ধর্মীয় পরিচয়
গ. মানুষ পরিচয়
ঘ. পেশার পরিচয়
৯. লালনের মতে মানুষের জন্য ক্ষতিকর_
র. কূপের জল
রর. জাতের বড়াই
ররর. বংশ কৌলিন্য
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. ররর ঘ. রর এবং ররর
১০. 'কালো আর ধলো বাহিরে কেবল ভিতরে সবার সমান রাঙা।'_ এ কবিতাংশটির মর্মার্থে মূলত প্রকাশ পেয়েছে লালনের_
র. ধর্মের প্রতি অবিশ্বাস
রর. অসাম্প্রদায়িক চেতনা
ররর. মানবতা বোধ
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. রর এবং ররর ঘ. ররর
১১. 'সব লোকে কয় লালন কী জাত সংসারে'_ এ গানটিতে লালন শাহ্ মানুষের কোন পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছেন?
ক. সামাজিক পরিচয় খ. জাত পরিচয়
গ. ঐতিহ্য পরিচয় ঘ. স্বদেশ পরিচয়
১২. লালন শাহ্ কার শিষ্যত্ব গ্রহণ করে লালন শাহ নামে পরিচিতি অর্জন করেন?
ক. শাহবাজ সাঁই খ. করিম সাঁই
গ. সিরাজ সাঁই ঘ. বলকন সাঁই
উত্তর : ১. ঘ ২. ক ৩.গ ৪. ক ৫. ঘ ৬. খ ৭. গ ৮. গ ৯. ঘ ১০. গ ১১. খ ১২. গ
হপাছেলোকে কিছু বলে
১। 'সংশয়' শব্দের অর্থ_
র. দৃঢ় ইচ্ছা রর. সন্দেহ ররর. দ্বিধা
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. ররর গ. রর এবং ররর
২। 'ম্রিয়মাণ' শব্দের সমার্থক শব্দ হলো_
র. সংশয় রর. নিবারণ ররর. কাতর
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. ররর গ. রর এবং ররর
৩। কামিনী রায় কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক. পাবনা খ. বরিশাল
গ. বগুড়া ঘ. যশোর
৪। কামিনী রায় কোন কলেজ থেকে বিএ অনার্স পাস করেন?
ক. কলকাতা খ. ঢাকা
গ. বেথুন ঘ. হিন্দু
৫। কামিনী রায় কোন বিষয়ে অনার্সসহ বিএ পাস করেন?
ক. বাংলা খ. ইংরেজি
গ. ফার্সি ঘ. সংস্কৃত
৬। কামিনী রায় রচিত ছোটদের জন্য কবিতা সংগ্রহের নাম কী?
ক. কথাকলি খ. সন্দেশ
গ. গুঞ্জন ঘ. পাতাবাহার
৭। কলকাতা বিশ্ববিদ্যালয় কামিনী রায়কে কোন স্বর্ণ পদকে ভূষিত করে?
ক. জগজ্জননী খ. জগদ্ধাত্রী
গ. জগত্তারিণী ঘ. জগৎবাসিনী
৮। কামিনী রায়ের জন্ম কোন গ্রামে?
ক. বাসমতি খ. বাসণ্ডা
গ. বাসুকি ঘ. বাসন্তী
৯। কোন কাজ করতে গেলে কেউ কেউ অনেক সময় কী হয়?
ক. ম্রিয়মাণ খ. মোহগ্রস্ত
গ. দ্বিধাগ্রস্ত ঘ. ব্যতিব্যস্ত
১০। 'মিশে যায় হৃদয়ের তলে'_ কী মিশে যায়?
ক. নয়নের জল ঘ. শুভ্রচিন্তা
গ. দুরন্ত আশা ঘ. লুপ্ত বাসনা
১১। মহৎ কাজ সম্পাদনে কোনটিকে উপেক্ষা করতে হবে?
ক. সংকল্প খ. সংকোচ
গ. সংশয় ঘ. সংঘাত
১২। আর্তপীড়িতের পাশে দাঁড়াতে গিয়েও কেউ কেউ কেন উপেক্ষা করে চলে যান?
ক. সহযোগিতার ভয়ে
খ. ছোট হওয়ার ভয়ে
গ. সমালোচনার ভয়ে
ঘ. মনুষ্যত্ব হারানোর ভয়ে
১৩। পরোপকারিতা সদিচ্ছা থাকা সত্ত্বেও ভীতির কবলে কী মরে?
ক. শক্তি খ. ভক্তি
গ. মুক্তি ঘ. যুক্তি
১৪। অনেক সময় কী আর্তপীড়িতের ব্যথা প্রশমন করতে পারে?
ক. একটি টাকা
খ. একটি হাতের ছোঁয়া
গ. একটি স্নেহের কথা
ঘ. একটি বেদনা নাশক ওষুধ
১৫। মহৎ উদ্দেশ্যে যখন সবাই একসঙ্গে মিলে, তখন সংশয়ের কারণে কবি কী করেন?
ক. মিলে যান সেই দলে
খ. মিলতে চান সেই দলে
গ. মিলতে পারেন না সেই দলে
ঘ. লুকিয়ে যান গৃহকোণে
উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
মাহবুব সাহেব নিজ গ্রামের অসহায় নারীদের কর্মসংস্থানের উদ্দেশ্যে একটি সেলাই শিক্ষা কেন্দ্র স্থাপনের কথা ভাবলেন। এ উদ্দেশ্যে তিনি নিজ অর্থ ব্যয়ে এলাকায় 'মহিলা সেলাই শিক্ষা কেন্দ্র' স্থাপন করলেন। বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন তার বিরুদ্ধে নানা কুৎসা রটনা ও সমালোচনা শুরু করে। মাহবুব সাহেব কিন্তু তার সংকল্পে অটল থাকলেন।
১৬। উদ্দীপকের মাহবুব সাহেবের কাজে বন্ধু-বান্ধবরা কী করেছিল?
ক. সহযোগিতা খ. রসিকতা
গ. সমালোচনা ঘ. নির্লিপ্ততা
১৭। মাহবুব সাহেবের কর্ম প্রচেষ্টায় কী ছিল?
ক. ভীরুতা খ. সংশয়হীনতা
গ. হতাশা ঘ. সিদ্ধান্তহীনতা
১৮। মাহবুব সাহেবের কর্মপরিকল্পনা বাস্তবায়নের পেছনে কার্যকর ভূমিকা পালন করেছে তার_
র. সাহসহীনতা
রর. দৃঢ় সংকল্প
ররর. আর্থিক সচ্ছলতা
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. ররর গ. র এবং ররর
উত্তর :১. ঘ ২. গ ৩. খ ৪. গ ৫. ঘ ৬. গ ৭. গ ৮. খ ৯. গ ১০. খ ১১. গ ১২. গ ১৩. ক ১৪. গ ১৫. গ ১৬. গ ১৭. খ ১৮. খ।
হ'নারী'
১. 'নারী' কবিতাটি পাঠ করে শিক্ষার্থীরা নারীর প্রতি কী হবে?
ক) আকৃষ্ট খ) সচেতন
গ) শ্রদ্ধাশীল ঘ) দায়িত্ববান
২. 'নারী' কবিতাটি কবির কোন কাব্য গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
ক) জিঞ্জির খ) সাম্যবাদী
গ) অগি্নবীণা ঘ) বিষের বাঁশি
৩. কাজী নজরুল ইসলামের মতে, পৃথিবীতে মানব সভ্যতা নির্মাণে যার অবদান রয়েছে_
র. শিশুর রর. নারীর ররর. পুরুষের
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর গ) ররর ঘ) রর এবং ররর
৪. কাজী নজরুল ইসলামের 'বিদ্রোহী' কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হলে চারদিকে তার সুনাম ছড়িয়ে পড়ে?
ক) সাপ্তাহিক সওগাত
খ) সাপ্তাহিক বিদ্যুৎ
গ. সাপ্তাহিক বিজলী
ঘ) সাপ্তাহিক ধূমকেতু
৫. কাজী নজরুল ইসলাম কত বছর বয়সে কঠিন রোগে আক্রান্ত হলে তার সাহিত্য সাধনায় ছেদ পড়ে?
ক) চলি্লশ খ) একচলি্লশ
গ) বিয়ালি্লশ ঘ) তেতালি্লশ
৬. কাজী নজরুল ইসলামের রচনাবলি কোন চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত?
ক) সাম্প্রদায়িক খ) অসাম্প্রদায়িক
গ) বিদ্রোহী ঘ) সাম্যবাদী
৭. প্রথম মহাযুদ্ধ শেষে কাজী নজরুল ইসলাম কোথায় ফিরে এসে সাহিত্যচর্চায় আত্মনিয়োগ করেন?
ক) কলকাতায় খ) ঢাকায়
গ) কুমিল্লায় ঘ) ময়মনসিংহে
৮. 'বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা?'_ এখানে কী লিখে রাখার কথা বলা হয়েছে?
ক) দাসীর সেবা খ) বোনের সেবা
গ) বধূর সিঁদুর ঘ) মায়ের স্বপ্ন
৯. 'পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই'_ এই চরণটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ প্রবাদবাক্য_
র. ইটটি মারলে পাটকেলটি খেতে হয়
রর. যেমন কর্ম তেমন ফল
ররর. মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন
নিচের কোনটি সঠিক?
ক) র এবং রর খ) রর এবং ররর গ) র এবং ররর ঘ) র, রর এবং ররর
১০. ১৯৭২ সালে কাজী নজরুল ইসলামকে ঢাকায় এনে কী প্রদান করা হয়?
ক) বাংলাদেশের নাগরিকত্ব
খ) বাংলাদেশের খেতাব
গ) বাংলাদেশের একুশে পদক
ঘ) বিদ্রোহী কবির পদক
১১. 'পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই'_ কাজী নজরুল ইসলামের মতে এটি কী?
ক) যুগের চাহিদা খ) যুগের ধর্ম
গ) যুগের দাবি ঘ) যুগের কথা -
http://int-bd.blogspot.com
**ঢাকা বোর্ড**
**এইগুলো পড়েন**
**রাতে মুল সাজেশন্স
দেওয়া হবে**
~গদ্যঃ
১. সুখী মানুষ.....90%
২. মংডুর পথে......95%
3. অথিতির
স্মৃতি.......100%
৫. বাংলা ভাষার জন্ম
কথা......100%
~পদ্যঃ
১. আবার আসিব
ফিরে.....90%
২. একুশের গান.....100%
৩. জাগো তবে অরন্য
কন্যারা.....85%
৪. নারী.....100%
~ সহপাঠঃ
১. সাড়ে তিনহাত
জমি..100%
২. সোরাব রোস্ত....90%
৩. রিভাভ্যান
উইংকল....100%
http://int-bd.blogspot.com
৪০। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে_
ক. ৮, ১২, ৩৯ খ. ১০, ৩২, ৮
গ. ৩২, ৮, ১০ ঘ. ১০, ৮, ৩২
৪১। কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি?
ক. চ খ. গ গ. জ ঘ. ঘ
৪২। বাংলা বর্ণমালায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টি?
ক. ১১টি খ. ৩২টি গ. ৩৯টি ঘ. ৫০টি
৪৩। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে না তাকে বলে_
ক. ঘোষ ধ্বনি খ. অঘোষ ধ্বনি
গ. উষ্ম ধ্বনি ঘ. অন্তঃস্থ ধ্বনি
৪৪। 'র' এর সংক্ষিপ্ত রূপ কয়টি?
ক) একটি খ) দুইটি
গ) তিনটি ঘ) পাঁচটি
৪৫। 'উষ্ণ'-এর কঠিন বর্ণ দুটি কী?
ক) ষ+ন খ) ষ+ণ
গ) ষ+ম ঘ) ষ+ঞ
কথা......100%
~পদ্যঃ
১. আবার আসিব
ফিরে.....90%
২. একুশের গান.....100%
৩. জাগো তবে অরন্য
কন্যারা.....85%
৪. নারী.....100%
~ সহপাঠঃ
১. সাড়ে তিনহাত
জমি..100%
২. সোরাব রোস্ত....90%
৩. রিভাভ্যান
উইংকল....100%
http://int-bd.blogspot.com
Bangla 2nd paper for JSC Exam
জুনিয়র স্কুল
সার্টিফিকেট পরীক্ষা_২০১২বাংলা :
১। ক্রিয়াপদের মূল অংশকে
কী বলে?ক) প্রকৃতি খ) ধাতুগ) সংস্কৃত মূল ঘ) ক্রিয়া বিভক্তি২। কোনগুলো সংস্কৃত মূল ধাতু?ক) পড়্, চল্ খ) আঁক্, কাট্গ) ঘুম্, শুন্ ঘ) দৃশ্, গম্৩। বিশেষ্য বা বিশেষণ
শব্দের পরে আ-প্রত্যয় যোগে কোন
ধাতু হয়?ক) সাধিত ধাতু খ) নিজন্ত ধাতুগ) নাম ধাতু ঘ) খাঁটি বাংলা
ধাতু৪। রানা এসেছিল_ এটি কোন কালের উদাহরণ?ক) ঘটমান অতীত খ) পুরাঘটিত বর্তমানগ) পুরাঘটিত অতীত
ঘ) ঘটমান বর্তমান৫। পুরাঘটিত ভবিষ্যৎকালের
উদাহরণ কোনটি?ক) রীতা নাচবেখ) সে যেতে থাকবেগ) বোধহয় ইলা
এসে থাকবেঘ) সে যাচ্ছে৬। তিনি প্রত্যহ আসতেন_ আসতেন ক্রিয়াটি কোন কালের?ক) পুরাঘটিত অতীত
খ) নিত্যবৃত্ত অতীতগ) সাধারণ অতীত ঘ) ঘটমান অতীত৭। যে ক্রিয়া সবেমাত্র ঘটেছে, কিন্তু তার
ফল এখনও বর্তমান, তাকে বলে_ক) নিত্যবৃত্ত বর্তমান খ) ঘটমান বর্তমানগ) পুরাঘটিত বর্তমান ঘ) ঘটমান অতীত৮। বৃষ্টি নামুক।_ এটি কোন ভাবের
উদাহরণ?ক) শর্তবাচক ভাব খ) অনুজ্ঞা ভাবগ) আকাঙ্ক্ষাবাচক ভাব
ঘ) নির্দেশক ভাব৯। বাক্যের যে ক্রিয়াপদ দিয়ে সাধারণভাবে কোনো কাজের
ধরন নির্দেশ করে, তাকে বলে_ক) অনুজ্ঞা ভাব
খ) শর্তবাচক ভাবগ) নির্দেশক ভাব ঘ) আকাঙ্ক্ষাবাচক ভাব১০। কোন ভাষা থেকে
বাংলা ভাষার উদ্ভব হয়েছে?ক) সংস্কৃত খ) প্রাকৃতগ)
পালি ঘ) হিন্দি১১। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন শতাব্দীতে?ক) সপ্তম শতাব্দীতে খ) অষ্টম শতাব্দীতেগ) নবম শতাব্দীতে ঘ) দ্বাদশ শতাব্দীতে১২। তথাপি_ এর তদ্ভব রূপ কী?ক) যদ্যপি খ) তদ্যপি গ) তবু ঘ) তবুও১৩। তালব্য ধ্বনি কোনগুলো?ক) চ, ছ, জ খ) ট, ঠ, ডগ) প, ফ, ব ঘ) খ, গ, ঘ১৪। কোন ধ্বনিটির অন্য কোনো বর্ণ নেই?ক) এ খ) অ গ) এ্যা ঘ) ও১৫। যৌগিক স্বরধ্বনি কোনগুলো?ক) অউ, ই খ) ও ঔ গ) ঔ ঐ ঘ) এ, এ্যা১৬। কোনটি মৌলিক স্বরধ্বনি নয়?ক) অ খ) ঈ গ) ই ঘ) ঐ১৭। শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?ক) বর্ণ খ) ধ্বনি গ) ব্যঞ্জন বর্ণ
ঘ) স্বরবর্ণ১৮। 'ম' কোন বর্গের অন্তর্গত?ক) ক বর্গ খ) প বর্গ গ) ট বর্গ ঘ) ত বর্গ১৯। কোনগুলো মহাপ্রাণ ধ্বনি?ক) চ, ছ খ) দ, ধ গ) ফ, ঠ ঘ) ঙ, ঘ২০। শক্ত তালুর
সামনের অংশকে কী বলে?ক) দাঁত খ) মাড়ি গ) মধ্যতালু ঘ) ঠোঁট২১। কোন বাক্যটি নিত্যবৃত্ত অতীত?ক) তুমি করলে খ) তুমি করতেগ) তুমি করেছিলে ঘ) তুমি করছিলে২২। পত্র শব্দটির আভিধানিক অর্থ কী?ক) বই খ) চিঠি গ) চিহ্ন বা স্মারক
ঘ) খাম২৩। যার উদ্দেশে পত্র লেখা হয়, তাকে কী বলে?ক) প্রেরক খ) শিরোনামগ)
প্রাপক ঘ) মাননীয়২৪। ধ্বনি পরিবর্তন কোন রীতি
হতে বেশি হয়?ক) সাধু রীতিতে খ) চলিত রীতিতেগ) আঞ্চলিক রীতিতে ঘ) আধুনিক গদ্যে২৫। সংযোগমূলক ধাতু কোনগুলো?ক) কনকনায় খ) টের পা গ) ঘুমা ঘ) লতানো২৬। কোন পুরুষের অনুজ্ঞা হয় না?ক) উত্তম পুরুষের খ) মধ্যম পুরুষের গ) নাম পুরুষের ঘ) প্রথম পুরুষের২৭। আকাশে শরতের মেঘ ভাসছে_ এটি কোন কালের
উদাহরণ?ক) সাধারণ বর্তমান খ) ঘটমান বর্তমানগ) পুরাঘটিত বর্তমান ঘ) সাধারণ অতীত২৮। 'সন্দেশ'
কোন জাতীয় শব্দ?ক) মৌলিক শব্দ খ) যৌগিক শব্দগ) রূঢ়ি শব্দ ঘ) যোগরূঢ় শব্দ২৯। বাংলায় কোন কোন
পদের পুরুষ নেই?ক) বিশেষ্য, সর্বনাম খ) বিশেষণ, ক্রিয়াগ)
সর্বনাম, অব্যয় ঘ) বিশেষণ, অব্যয়৩০। শত্রুর সহিত সন্ধি
চাই না_ এখানে সহিত
অনুসর্গ কী অর্থে
ব্যবহৃত হয়েছে?ক) অবধি খ) সমগামিতা গ) বিনা ঘ) সমসূত্রে
উত্তর :১। খ ২। ঘ ৩। গ ৪। গ ৫। গ ৬। খ ৭।
গ ৮। গ ৯। গ ১০। খ ১১। ক ১২। গ ১৩। ক ১৪। গ ১৫। গ ১৬। খ ১৭। খ ১৮। খ ১৯। গ ২০। খ ২১। খ ২২। গ ২৩। গ ২৪। খ ২৫। খ ২৬। ক ২৭। খ ২৮। গ ২৯। ঘ ৩০। ঘ।
২১। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি?
ক.
দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
২২। ভাষার সংবিধান কী?
ক.
শব্দ খ. ধ্বনি
গ.
ব্যাকরণ ঘ. ধ্বনিতত্ত্ব
২৩। ভাষার পূর্ণতা প্রকাশ পায়_
ক.
গানে খ. অভিনয়ে
গ.
বাক্যে ঘ. শব্দে
২৪। জিভকে কয় ভাগে ভাগ করা যায়?
ক.
তিন ভাগে খ. চার ভাগে
গ.
পাঁচ ভাগে ঘ. দুই ভাগে
২৫। ধ্বনির মূল উপাদান_
ক.
জিহ্বা খ. ওষ্ঠ
গ.
ফুসফুস ঘ. স্বরতন্ত্রী
২৬। অন্তঃস্থ বর্ণ কোনগুলো?
ক.
ম, য, র, ল খ. শ,
স,
ষ,
হ
গ.
ব, ভ, ল, র ঘ. য,
র,
ল,
ব
২৭। ই, ঈ-এর উচ্চারণ
স্থান অনুযায়ী নাম কী?
ক.
কণ্ঠ ধ্বনি খ. তালব্য ধ্বনি
গ.
ওষ্ঠ ধ্বনি ঘ. মূর্ধন্য ধ্বনি
২৮। ও, ঔ _উচ্চারণ
স্থান অনুযায়ী নাম কী?
ক.
কণ্ঠ ধ্বনি খ. তালব্য ধ্বনি
গ.
কণ্ঠোস্থ ধ্বনি ঘ. কণ্ঠ তালব্য ধ্বনি
২৯। সংস্কৃত ব্যাকরণে 'ণ'
এর
উচ্চারণ স্থান হলো_
ক.
কণ্ঠ খ. মূর্ধা গ. দন্ত ঘ. তালু
৩০। অল্পপ্রাণ বর্ণ কোনগুলো?
ক.
খ, ঘ, খ. ঙ, ঞ
গ.
ঠ, ঢ ঘ. ছ, ঝ
৩১। সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি নয় কোনটি?
ক.
ঞ্জ খ. ত্ন গ. এ্যা ঘ. হ্ম
৩২। কোনটি মৌলিক স্বরধ্বনি নয়?
ক.
অ খ. আ গ. ঈ ঘ. এ্যা
৩৩। 'ম' কোন বর্গের
অন্তর্গত?
ক.
ক খ. চ গ. ত ঘ. প
৩৪। অনেক সময় পাশাপাশি অবস্থানে দুটির
ধ্বনির উচ্চারণ স্বাভাবিকভাবেই একীভূত হয়, তাকে বলে_
ক.
সন্ধি খ. ব্যাকরণ
গ.
সমাস ঘ. নিত্য
৩৫। শব্দের উৎস অনুসারে সন্ধি কত প্রকার?
ক.
দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ প্রকার
৩৬। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক
ধ্বনি কোনগুলো?
ক.
এ, ঐ খ. ঐ, ঔ
গ.
ও , ঔ ঘ. এ, ঔ
৩৭। হ্ম-এর যুক্ত বর্ণটির স্বরূপ কী?
ক.
ক+খ খ. ক+স
গ.
ক+ষ ঘ. হ+ম
৩৮। কম্পনজাত ধ্বনি কোনটি?
ক.
ড় খ. হ গ. র ঘ. ঢ়
৩৯। খাঁটি বাংলায় সাধারণত কোন ধ্বনিটি
ব্যবহৃত হয় না?
ক.
শিশ ধ্বনি খ. কণ্ঠ ধ্বনি
গ.
মূর্ধণ্য ধ্বনি ঘ. অন্তঃস্থ ধ্বনি
৪০। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা
এবং মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে_
ক.
৮, ১২, ৩৯ খ. ১০, ৩২, ৮
গ.
৩২, ৮, ১০ ঘ. ১০, ৮, ৩২
৪১। কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি?
ক.
চ খ. গ গ. জ ঘ. ঘ
৪২। বাংলা বর্ণমালায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা
কয়টি?
ক.
১১টি খ. ৩২টি গ. ৩৯টি ঘ. ৫০টি
৪৩। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী
কাঁপে না তাকে বলে_
ক.
ঘোষ ধ্বনি খ. অঘোষ ধ্বনি
গ.
উষ্ম ধ্বনি ঘ. অন্তঃস্থ ধ্বনি
৪৪। 'র' এর সংক্ষিপ্ত
রূপ কয়টি?
ক)
একটি খ) দুইটি
গ)
তিনটি ঘ) পাঁচটি
৪৫। 'উষ্ণ'-এর কঠিন বর্ণ
দুটি কী?
ক)
ষ+ন খ) ষ+ণ
গ)
ষ+ম ঘ) ষ+ঞ
১। ভাষাভাষী
জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলা ভাষার স্থান_
ক.
পঞ্চম খ. চতুর্থ
গ.
নবম ঘ. সপ্তম
২। বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন?
ক.
প্রাচীন যুগের খ. মধ্যযুগের
গ.
বৈদিক যুগের ঘ. আধুনিক যুগের
৩। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়?
ক)
উড়িয়া খ. হিন্দি
গ.
বঙ্গকামরূপী ঘ. পালি
৪। বাংলাভাষার সঙ্গে কোন ভাষার ঘনিষ্ঠ
আত্মীয়তা রয়েছে?
ক.
সংস্কৃত খ. গুজরাটি
গ.
হিন্দি ঘ. ভোজপুরিয়া
৫। বাংলাভাষার জন্ম হয়েছে_
ক.
ইন্দো-ইউরোপীয় মূল ভাষা থেকে
খ.
ইন্দো-ইরানীয় মূল ভাষা থেকে
গ.
ইন্দো-ভারতীয় মূল ভাষা থেকে
ঘ.
ইন্দো-ইউরোপীয় পূর্ব ভারতীয় ভাষা থেকে
৬। মানুষের যোগাযোগের মাধ্যম কী?
ক.
ধ্বনি খ. শব্দ গ. ভাষা ঘ. বাগমন্ত্র
৭। চলিত রীতির প্রবর্তক কে?
ক.
প্যারীচাঁদ মিত্র খ. প্রমথ চৌধুরী
গ.
গিরিশচন্দ্র সেন ঘ ড. মুহম্মদ শহীদুল্লাহ্
৮। ভাষাকে রূপদান করতে কিসের সাহায্য
প্রয়োজন?
ক.
বাগ্ধারার খ. ফুসফুসের
গ.
বাগযন্ত্রের ঘ. ওষ্ঠের
৯। বর্তমানে পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত
আছে?
ক.
আড়াই হাজার
খ.
তিন হাজারের ওপরে
গ.
সাড়ে তিন হাজারের ওপরে
ঘ.
প্রায় সাড়ে তিন হাজার
১০। কোনটি পারিভাষিক শব্দ?
ক.
নামাজ খ. কলেজ
গ.
শিক্ষানবিশ ঘ. কলম
১১। ক্রিয়ামূল, ক্রিয়ার কাল
ও পুরুষ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক)
ধ্বনিতত্ত্বের খ. বাক্যতত্ত্বের
গ.
রূপতত্ত্বের ঘ. অর্থতত্ত্বের
১২। আঞ্চলিক ভাষার অপর নাম কী?
ক.
সাধু ভাষা ঘ. চলিত ভাষা
গ.
উপ-ভাষা ঘ. বিদেশি ভাষা
১৩। ভাষাকে কিসের বাহন বলা হয়?
ক.
ধ্বনির খ. শব্দের
ঘ.
ভাবের ঘ. মনের
১৪। কারক ও সমাস ব্যাকরণের কোন অংশের আলোচ্য
বিষয়?
ক.
ধ্বনিতত্ত্বের খ. রূপতত্ত্বের
গ.
বাক্যতত্ত্বের ঘ. অর্থতত্ত্বের
১৫। কোন বাঙালি প্রথম বাংলা ব্যাকরণ রচনা
করেন?
ক.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ.
দ্বিজেন্দ্রলাল রায়
গ.
ড. মুহাম্মদ শহীদুল্লাহ্
ঘ.
রাজা রামমোহান রায়
১৬। বাংলা বর্ণমালার উৎস কী?
ক.
তিব্বতি লিপি খ. ব্রাক্ষ্মী লিপি
গ.
দেবনাগরী লিপি ঘ. সংস্কৃত লিপি
১৭। ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা
করেন কে?
ক.
উইলিয়াম কেরি
খ.
মানু-এল-দা আসসু
গ.
সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ঘ.
সি.এন.বি. হ্যালহেড
১৮। ইংরেজি এৎধসসধৎ শব্দটি এসেছে_
ক.
পালি ভাষা থেকে
খ.
গ্রিক ভাষা থেকে
গ.
ল্যাটিন ভাষা থেকে
ঘ.
ইতালি ভাষা থেকে
১৯। সাধিত শব্দ কোনটি?
ক.
হাত খ. কলম গ. গরমিল ঘ. বই
২০। নাম প্রকৃতির উদাহরণ কোনটি?
ক. চলন্ত খ. লিখিত গ. ফুলেল ঘ. জমা -
জুনিয়র স্কুল
সার্টিফিকেট পরীক্ষা_২০১২বাংলা
:
১। ক্রিয়াপদের মূল অংশকে কী বলে?ক) প্রকৃতি খ) ধাতুগ) সংস্কৃত মূল ঘ) ক্রিয়া বিভক্তি২। কোনগুলো সংস্কৃত মূল ধাতু?ক) পড়্, চল্ খ) আঁক্, কাট্গ) ঘুম্, শুন্ ঘ) দৃশ্, গম্৩। বিশেষ্য বা বিশেষণ শব্দের পরে আ-প্রত্যয় যোগে কোন ধাতু হয়?ক) সাধিত ধাতু খ) নিজন্ত ধাতুগ) নাম ধাতু ঘ) খাঁটি বাংলা ধাতু৪। রানা এসেছিল_ এটি কোন কালের উদাহরণ?ক) ঘটমান অতীত খ) পুরাঘটিত বর্তমানগ) পুরাঘটিত অতীত ঘ) ঘটমান বর্তমান৫। পুরাঘটিত ভবিষ্যৎকালের উদাহরণ কোনটি?ক) রীতা নাচবেখ) সে যেতে থাকবেগ) বোধহয় ইলা এসে থাকবেঘ) সে যাচ্ছে৬। তিনি প্রত্যহ আসতেন_ আসতেন ক্রিয়াটি কোন কালের?ক) পুরাঘটিত অতীত খ) নিত্যবৃত্ত অতীতগ) সাধারণ অতীত ঘ) ঘটমান অতীত৭। যে ক্রিয়া সবেমাত্র ঘটেছে, কিন্তু তার ফল এখনও বর্তমান, তাকে বলে_ক) নিত্যবৃত্ত বর্তমান খ) ঘটমান বর্তমানগ) পুরাঘটিত বর্তমান ঘ) ঘটমান অতীত৮। বৃষ্টি নামুক।_ এটি কোন ভাবের উদাহরণ?ক) শর্তবাচক ভাব খ) অনুজ্ঞা ভাবগ) আকাঙ্ক্ষাবাচক ভাব ঘ) নির্দেশক ভাব৯। বাক্যের যে ক্রিয়াপদ দিয়ে সাধারণভাবে কোনো কাজের ধরন নির্দেশ করে, তাকে বলে_ক) অনুজ্ঞা ভাব খ) শর্তবাচক ভাবগ) নির্দেশক ভাব ঘ) আকাঙ্ক্ষাবাচক ভাব১০। কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে?ক) সংস্কৃত খ) প্রাকৃতগ) পালি ঘ) হিন্দি১১। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন শতাব্দীতে?ক) সপ্তম শতাব্দীতে খ) অষ্টম শতাব্দীতেগ) নবম শতাব্দীতে ঘ) দ্বাদশ শতাব্দীতে১২। তথাপি_ এর তদ্ভব রূপ কী?ক) যদ্যপি খ) তদ্যপি গ) তবু ঘ) তবুও১৩। তালব্য ধ্বনি কোনগুলো?ক) চ, ছ, জ খ) ট, ঠ, ডগ) প, ফ, ব ঘ) খ, গ, ঘ১৪। কোন ধ্বনিটির অন্য কোনো বর্ণ নেই?ক) এ খ) অ গ) এ্যা ঘ) ও১৫। যৌগিক স্বরধ্বনি কোনগুলো?ক) অউ, ই খ) ও ঔ গ) ঔ ঐ ঘ) এ, এ্যা১৬। কোনটি মৌলিক স্বরধ্বনি নয়?ক) অ খ) ঈ গ) ই ঘ) ঐ১৭। শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?ক) বর্ণ খ) ধ্বনি গ) ব্যঞ্জন বর্ণ ঘ) স্বরবর্ণ১৮।
'ম' কোন বর্গের অন্তর্গত?ক) ক বর্গ খ) প বর্গ গ) ট বর্গ ঘ) ত বর্গ১৯। কোনগুলো মহাপ্রাণ ধ্বনি?ক) চ, ছ খ) দ, ধ গ) ফ, ঠ ঘ) ঙ, ঘ২০। শক্ত তালুর সামনের অংশকে কী বলে?ক) দাঁত খ) মাড়ি গ) মধ্যতালু ঘ) ঠোঁট২১। কোন বাক্যটি নিত্যবৃত্ত অতীত?ক) তুমি করলে খ) তুমি করতেগ) তুমি করেছিলে ঘ) তুমি করছিলে২২। পত্র শব্দটির আভিধানিক অর্থ কী?ক) বই খ) চিঠি গ) চিহ্ন বা স্মারক ঘ) খাম২৩। যার উদ্দেশে পত্র লেখা হয়, তাকে কী বলে?ক) প্রেরক খ) শিরোনামগ) প্রাপক ঘ) মাননীয়২৪। ধ্বনি পরিবর্তন কোন রীতি হতে বেশি হয়?ক) সাধু রীতিতে খ) চলিত রীতিতেগ) আঞ্চলিক রীতিতে ঘ) আধুনিক গদ্যে২৫। সংযোগমূলক ধাতু কোনগুলো?ক) কনকনায় খ) টের পা গ) ঘুমা ঘ) লতানো২৬। কোন পুরুষের অনুজ্ঞা হয় না?ক) উত্তম পুরুষের খ) মধ্যম পুরুষের গ) নাম পুরুষের ঘ) প্রথম পুরুষের২৭। আকাশে শরতের মেঘ ভাসছে_ এটি কোন কালের উদাহরণ?ক) সাধারণ বর্তমান খ) ঘটমান বর্তমানগ) পুরাঘটিত বর্তমান ঘ) সাধারণ অতীত২৮।
'সন্দেশ' কোন জাতীয় শব্দ?ক) মৌলিক শব্দ খ) যৌগিক শব্দগ) রূঢ়ি শব্দ ঘ) যোগরূঢ় শব্দ২৯। বাংলায় কোন কোন পদের পুরুষ নেই?ক) বিশেষ্য, সর্বনাম খ) বিশেষণ, ক্রিয়াগ) সর্বনাম, অব্যয় ঘ) বিশেষণ, অব্যয়৩০। শত্রুর সহিত সন্ধি চাই না_ এখানে সহিত অনুসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?ক) অবধি খ) সমগামিতা গ) বিনা ঘ) সমসূত্রেউত্তর :১। খ ২। ঘ ৩। গ ৪। গ ৫। গ ৬। খ ৭। গ ৮। গ ৯। গ ১০। খ ১১। ক ১২। গ ১৩। ক ১৪। গ ১৫। গ ১৬। খ ১৭। খ ১৮। খ ১৯। গ ২০। খ ২১। খ ২২। গ ২৩। গ ২৪। খ ২৫। খ ২৬। ক ২৭। খ ২৮। গ ২৯। ঘ ৩০। ঘ।
২১। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি?
ক.
দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
২২। ভাষার সংবিধান কী?
ক.
শব্দ খ. ধ্বনি
গ.
ব্যাকরণ ঘ. ধ্বনিতত্ত্ব
২৩। ভাষার পূর্ণতা প্রকাশ পায়_
ক.
গানে খ. অভিনয়ে
গ.
বাক্যে ঘ. শব্দে
২৪। জিভকে কয় ভাগে ভাগ করা যায়?
ক.
তিন ভাগে খ. চার ভাগে
গ.
পাঁচ ভাগে ঘ. দুই ভাগে
২৫। ধ্বনির মূল উপাদান_
ক. জিহ্বা খ. ওষ্ঠ
গ.
ফুসফুস ঘ. স্বরতন্ত্রী
২৬। অন্তঃস্থ বর্ণ কোনগুলো?
ক.
ম, য,
র,
ল
খ. শ, স, ষ, হ
গ.
ব, ভ,
ল,
র
ঘ. য, র, ল, ব
২৭। ই, ঈ-এর উচ্চারণ
স্থান অনুযায়ী নাম কী?
ক.
কণ্ঠ ধ্বনি খ. তালব্য ধ্বনি
গ.
ওষ্ঠ ধ্বনি ঘ. মূর্ধন্য ধ্বনি
২৮। ও, ঔ _উচ্চারণ
স্থান অনুযায়ী নাম কী?
ক.
কণ্ঠ ধ্বনি খ. তালব্য ধ্বনি
গ.
কণ্ঠোস্থ ধ্বনি ঘ. কণ্ঠ তালব্য ধ্বনি
২৯। সংস্কৃত ব্যাকরণে 'ণ'
এর
উচ্চারণ স্থান হলো_
ক.
কণ্ঠ খ. মূর্ধা গ. দন্ত ঘ. তালু
৩০। অল্পপ্রাণ বর্ণ কোনগুলো?
ক.
খ, ঘ,
খ.
ঙ, ঞ
গ.
ঠ, ঢ
ঘ. ছ, ঝ
৩১। সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি নয় কোনটি?
ক.
ঞ্জ খ. ত্ন গ. এ্যা ঘ. হ্ম
৩২। কোনটি মৌলিক স্বরধ্বনি নয়?
ক.
অ খ. আ গ. ঈ ঘ. এ্যা
৩৩। 'ম' কোন বর্গের
অন্তর্গত?
ক.
ক খ. চ গ. ত ঘ. প
৩৪। অনেক সময় পাশাপাশি অবস্থানে দুটির
ধ্বনির উচ্চারণ স্বাভাবিকভাবেই একীভূত হয়, তাকে বলে_
ক.
সন্ধি খ. ব্যাকরণ
গ.
সমাস ঘ. নিত্য
৩৫। শব্দের উৎস অনুসারে সন্ধি কত প্রকার?
ক.
দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ প্রকার
৩৬। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক
ধ্বনি কোনগুলো?
ক.
এ, ঐ
খ. ঐ, ঔ
গ.
ও , ঔ
ঘ. এ, ঔ
৩৭। হ্ম-এর যুক্ত বর্ণটির স্বরূপ কী?
ক.
ক+খ খ. ক+স
গ.
ক+ষ ঘ. হ+ম
৩৮। কম্পনজাত ধ্বনি কোনটি?
ক.
ড় খ. হ গ. র ঘ. ঢ়
৩৯। খাঁটি বাংলায় সাধারণত কোন ধ্বনিটি
ব্যবহৃত হয় না?
ক.
শিশ ধ্বনি খ. কণ্ঠ ধ্বনি
গ.
মূর্ধণ্য ধ্বনি ঘ. অন্তঃস্থ ধ্বনি
৪০। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা
এবং মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে_
ক.
৮, ১২,
৩৯
খ. ১০, ৩২, ৮
গ.
৩২, ৮,
১০
ঘ. ১০, ৮, ৩২
৪১। কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি?
ক.
চ খ. গ গ. জ ঘ. ঘ
৪২। বাংলা বর্ণমালায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা
কয়টি?
ক.
১১টি খ. ৩২টি গ. ৩৯টি ঘ. ৫০টি
৪৩। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী
কাঁপে না তাকে বলে_
ক.
ঘোষ ধ্বনি খ. অঘোষ ধ্বনি
গ.
উষ্ম ধ্বনি ঘ. অন্তঃস্থ ধ্বনি
৪৪। 'র' এর সংক্ষিপ্ত
রূপ কয়টি?
ক)
একটি খ) দুইটি
গ)
তিনটি ঘ) পাঁচটি
৪৫। 'উষ্ণ'-এর কঠিন বর্ণ
দুটি কী?
ক)
ষ+ন খ) ষ+ণ
গ)
ষ+ম ঘ) ষ+ঞ
১। জর্জ আব্রাহাম গ্রিয়ার্সনের
মতে কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে?
ক. সংস্কৃত খ. মাগধী প্রাকৃত
গ. শৌরসেনী প্রাকৃত ঘ. অপভ্রংশ
২। পাণিনি
রচিত ব্যাকরণ গ্রন্থটির
নাম কী?
ক. ব্যাকরণ কৌমুদী খ. ব্যাকরণ মনীষা
গ. অষ্টাধ্যায়ী ঘ. সংস্কৃত ব্যাকরণ
৩। 'হাতেমের শির সন্ধানে আমি যাত্রা করিয়াছি'_ উক্তিটি কার?
ক. কাসেমের খ. খালিদের
গ. নরপতির ঘ. ঘাতকের
৪। কাকে 'প্রিয় দর্শন সুপুরুষ' বলা হয়েছে?
ক. নরপতিকে খ. বাদশাহকে
গ. হাতেমকে ঘ. রণবীরকে
৫। ভদ্রতার
প্রথম সোপান কোনটি?
ক. বিনয় খ. সভ্যতা
গ. শিক্ষা ঘ. সংস্কৃতি
৬। জলযোগ
শেষ করে রাজা কোথায়
যেত?
ক. ছাদে খ. আলিয়ায়
গ. চরাটে ঘ. আকাশে
৭। পিঠে
মোম দিয়ে পালকের
ডানা লাগিয়ে আকাশে উড়েছিলেন কে?
ক. আলেকজান্ডার খ. জিউস
গ. হিলিয়াস ঘ. ইকারাস
৮. আবুল মনসুর আহমদ রচিত বিখ্যাত ব্যঙ্গাত্মক গল্প গ্রন্থ হলো_
র. আয়না রর. আসমানী পর্দা
ররর. ফুড কনফারেন্স
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. র এবং রর ঘ. র এবং ররর
৯. শিশু-কিশোরদের জন্য আনিসুজ্জামানের লেখা গ্রন্থ_
র. কত কাল ধরে
রর. কত নদী সরোবর
ররর. রঙের মেলা
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. ররর ঘ. রর এবং ররর
১০। দ্বিজেন
শর্মা জলজ শৈবাল
ক্যারোফাইটা নিয়ে কত বছর কাজ করেছেন?
ক. চার-পাঁচ বছর খ. পাঁচ-ছয় বছর
গ. ছয়-সাত বছর ঘ. সাত-আট বছর
১১। ড.
হুইটনির ল্যাবরেটরিতে
ভুল করে দু'বার
ফিলামেন্ট পোড়ানো হলে_
র. আলো হলো আরও উজ্জ্বল
রর. ফিলামেন্ট স্থায়ী হলো
ররর. কার্বণ বিদায় নিল
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর গ. ররর খ. র এবং রর
১২। লাইব্রেরি
ঘরের দেয়ালে
কয়টি তৈলচিত্র টাঙ্গানো ছিল?
ক. একটি খ. দুটি
গ. তিনটি ঘ. চারটি
১৩। 'ওরে আমার বাড়ি আজ ডাকাত পড়েছে রে।'_ দু
কড়ি দত্ত লাফিয়ে এ কথা বলার সঙ্গে সঙ্গে কোন ব্যক্তি ঊর্ধ্বশ্বাসে পলায়ন করেছে?
ক. প্রথম ব্যক্তি খ. দ্বিতীয় ব্যক্তি
গ. তৃতীয় ব্যক্তি ঘ. চতুর্থ ব্যক্তি
১৪। 'কিন্তু সমস্যা হল, ও কথা বলতে পারে না।'_ কে?
ক. মায়া খ. পারমিতা
গ. মেরি ঘ. শিবু
১৫। কোন
লোকশিল্পটি আমাদের
দেশের ঐতিহ্য ও জীবনের প্রতিনিধিত্ব করে?
ক. কাপড়ের তৈরি পুতুল
খ. মাটির টেপা পুতুল
গ. জামদানি শাড়ি
ঘ. সিলেটের শীতল পাটি
১৬। 'হ্যাঁ, তুমি তো আবার একটু খেতে ভালোবাস।'_ কে
একথা বলেছিল?
ক. রুমী খ. জামী গ. ইমন ঘ. বদি
১৭। 'অজম করতে দিমু না, যা থাকে কপালে।'_ উক্তিটি
কার?
ক. ওয়াজেদ আলীর খ. শওকতের
গ. ওসমানের ঘ. তোতার
১৮। আয়ুব
খানের পতনের পর কে
দেশে গণতন্ত্রের প্রতিশ্রুতি দিয়েছিলেন?
ক. ইয়াহিয়া খান
খ. জুলফিকার আলী
গ. শেখ মুজিবুর রহমান
ঘ. মওলানা ভাসানী
১৯। 'হ্যালির ধূমকেতু' কত বছর পরপর দেখা যায়?
ক. পঁচিশ খ. পঁয়ত্রিশ
গ. পঁচাশি ঘ. পঁচাত্তর
২০। মে'জ ব্লসম ফুল গাছগুলো আমাদের দেশের
কোন গাছের মতো?
ক. জবা খ. মেহেদী
গ. শিমুল ঘ. রজনীগন্ধা
উত্তর: ১। খ ২। গ ৩। ঘ ৪। গ ৫। ক ৬। গ ৭। ঘ ৮। ঘ ৯। ক ১০। ঘ ১১। ঘ ১২। গ ১৩। গ ১৪। খ ১৫। ক ১৬। খ ১৭। গ ১৮। ক ১৯। ঘ ২০। খ -
জুনিয়র স্কুল
সার্টিফিকেট পরীক্ষা_২০১২বাংলা
:
১। ক্রিয়াপদের মূল অংশকে কী বলে?ক) প্রকৃতি খ) ধাতুগ) সংস্কৃত মূল ঘ) ক্রিয়া বিভক্তি২। কোনগুলো সংস্কৃত মূল ধাতু?ক) পড়্, চল্ খ) আঁক্, কাট্গ) ঘুম্, শুন্ ঘ) দৃশ্, গম্৩। বিশেষ্য বা বিশেষণ শব্দের পরে আ-প্রত্যয় যোগে কোন ধাতু হয়?ক) সাধিত ধাতু খ) নিজন্ত ধাতুগ) নাম ধাতু ঘ) খাঁটি বাংলা ধাতু৪। রানা এসেছিল_ এটি কোন কালের উদাহরণ?ক) ঘটমান অতীত খ) পুরাঘটিত বর্তমানগ) পুরাঘটিত অতীত ঘ) ঘটমান বর্তমান৫। পুরাঘটিত ভবিষ্যৎকালের উদাহরণ কোনটি?ক) রীতা নাচবেখ) সে যেতে থাকবেগ) বোধহয় ইলা এসে থাকবেঘ) সে যাচ্ছে৬। তিনি প্রত্যহ আসতেন_ আসতেন ক্রিয়াটি কোন কালের?ক) পুরাঘটিত অতীত খ) নিত্যবৃত্ত অতীতগ) সাধারণ অতীত ঘ) ঘটমান অতীত৭। যে ক্রিয়া সবেমাত্র ঘটেছে, কিন্তু তার ফল এখনও বর্তমান, তাকে বলে_ক) নিত্যবৃত্ত বর্তমান খ) ঘটমান বর্তমানগ) পুরাঘটিত বর্তমান ঘ) ঘটমান অতীত৮। বৃষ্টি নামুক।_ এটি কোন ভাবের উদাহরণ?ক) শর্তবাচক ভাব খ) অনুজ্ঞা ভাবগ) আকাঙ্ক্ষাবাচক ভাব ঘ) নির্দেশক ভাব৯। বাক্যের যে ক্রিয়াপদ দিয়ে সাধারণভাবে কোনো কাজের ধরন নির্দেশ করে, তাকে বলে_ক) অনুজ্ঞা ভাব খ) শর্তবাচক ভাবগ) নির্দেশক ভাব ঘ) আকাঙ্ক্ষাবাচক ভাব১০। কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে?ক) সংস্কৃত খ) প্রাকৃতগ) পালি ঘ) হিন্দি১১। বাংলা ভাষার উৎপত্তি হয়েছে কোন শতাব্দীতে?ক) সপ্তম শতাব্দীতে খ) অষ্টম শতাব্দীতেগ) নবম শতাব্দীতে ঘ) দ্বাদশ শতাব্দীতে১২। তথাপি_ এর তদ্ভব রূপ কী?ক) যদ্যপি খ) তদ্যপি গ) তবু ঘ) তবুও১৩। তালব্য ধ্বনি কোনগুলো?ক) চ, ছ, জ খ) ট, ঠ, ডগ) প, ফ, ব ঘ) খ, গ, ঘ১৪। কোন ধ্বনিটির অন্য কোনো বর্ণ নেই?ক) এ খ) অ গ) এ্যা ঘ) ও১৫। যৌগিক স্বরধ্বনি কোনগুলো?ক) অউ, ই খ) ও ঔ গ) ঔ ঐ ঘ) এ, এ্যা১৬। কোনটি মৌলিক স্বরধ্বনি নয়?ক) অ খ) ঈ গ) ই ঘ) ঐ১৭। শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?ক) বর্ণ খ) ধ্বনি গ) ব্যঞ্জন বর্ণ ঘ) স্বরবর্ণ১৮।
'ম' কোন বর্গের অন্তর্গত?ক) ক বর্গ খ) প বর্গ গ) ট বর্গ ঘ) ত বর্গ১৯। কোনগুলো মহাপ্রাণ ধ্বনি?ক) চ, ছ খ) দ, ধ গ) ফ, ঠ ঘ) ঙ, ঘ২০। শক্ত তালুর সামনের অংশকে কী বলে?ক) দাঁত খ) মাড়ি গ) মধ্যতালু ঘ) ঠোঁট২১। কোন বাক্যটি নিত্যবৃত্ত অতীত?ক) তুমি করলে খ) তুমি করতেগ) তুমি করেছিলে ঘ) তুমি করছিলে২২। পত্র শব্দটির আভিধানিক অর্থ কী?ক) বই খ) চিঠি গ) চিহ্ন বা স্মারক ঘ) খাম২৩। যার উদ্দেশে পত্র লেখা হয়, তাকে কী বলে?ক) প্রেরক খ) শিরোনামগ) প্রাপক ঘ) মাননীয়২৪। ধ্বনি পরিবর্তন কোন রীতি হতে বেশি হয়?ক) সাধু রীতিতে খ) চলিত রীতিতেগ) আঞ্চলিক রীতিতে ঘ) আধুনিক গদ্যে২৫। সংযোগমূলক ধাতু কোনগুলো?ক) কনকনায় খ) টের পা গ) ঘুমা ঘ) লতানো২৬। কোন পুরুষের অনুজ্ঞা হয় না?ক) উত্তম পুরুষের খ) মধ্যম পুরুষের গ) নাম পুরুষের ঘ) প্রথম পুরুষের২৭। আকাশে শরতের মেঘ ভাসছে_ এটি কোন কালের উদাহরণ?ক) সাধারণ বর্তমান খ) ঘটমান বর্তমানগ) পুরাঘটিত বর্তমান ঘ) সাধারণ অতীত২৮।
'সন্দেশ' কোন জাতীয় শব্দ?ক) মৌলিক শব্দ খ) যৌগিক শব্দগ) রূঢ়ি শব্দ ঘ) যোগরূঢ় শব্দ২৯। বাংলায় কোন কোন পদের পুরুষ নেই?ক) বিশেষ্য, সর্বনাম খ) বিশেষণ, ক্রিয়াগ) সর্বনাম, অব্যয় ঘ) বিশেষণ, অব্যয়৩০। শত্রুর সহিত সন্ধি চাই না_ এখানে সহিত অনুসর্গ কী অর্থে ব্যবহৃত হয়েছে?ক) অবধি খ) সমগামিতা গ) বিনা ঘ) সমসূত্রেউত্তর :১। খ ২। ঘ ৩। গ ৪। গ ৫। গ ৬। খ ৭। গ ৮। গ ৯। গ ১০। খ ১১। ক ১২। গ ১৩। ক ১৪। গ ১৫। গ ১৬। খ ১৭। খ ১৮। খ ১৯। গ ২০। খ ২১। খ ২২। গ ২৩। গ ২৪। খ ২৫। খ ২৬। ক ২৭। খ ২৮। গ ২৯। ঘ ৩০। ঘ।
২১। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি?
ক.
দুটি খ. তিনটি গ. চারটি ঘ. পাঁচটি
২২। ভাষার সংবিধান কী?
ক.
শব্দ খ. ধ্বনি
গ.
ব্যাকরণ ঘ. ধ্বনিতত্ত্ব
২৩। ভাষার পূর্ণতা প্রকাশ পায়_
ক.
গানে খ. অভিনয়ে
গ.
বাক্যে ঘ. শব্দে
২৪। জিভকে কয় ভাগে ভাগ করা যায়?
ক.
তিন ভাগে খ. চার ভাগে
গ.
পাঁচ ভাগে ঘ. দুই ভাগে
২৫। ধ্বনির মূল উপাদান_
ক.
জিহ্বা খ. ওষ্ঠ
গ.
ফুসফুস ঘ. স্বরতন্ত্রী
২৬। অন্তঃস্থ বর্ণ কোনগুলো?
ক.
ম, য,
র,
ল
খ. শ, স, ষ, হ
গ.
ব, ভ,
ল,
র
ঘ. য, র, ল, ব
২৭। ই, ঈ-এর উচ্চারণ
স্থান অনুযায়ী নাম কী?
ক.
কণ্ঠ ধ্বনি খ. তালব্য ধ্বনি
গ.
ওষ্ঠ ধ্বনি ঘ. মূর্ধন্য ধ্বনি
২৮। ও, ঔ _উচ্চারণ
স্থান অনুযায়ী নাম কী?
ক.
কণ্ঠ ধ্বনি খ. তালব্য ধ্বনি
গ.
কণ্ঠোস্থ ধ্বনি ঘ. কণ্ঠ তালব্য ধ্বনি
২৯। সংস্কৃত ব্যাকরণে 'ণ'
এর
উচ্চারণ স্থান হলো_
ক.
কণ্ঠ খ. মূর্ধা গ. দন্ত ঘ. তালু
৩০। অল্পপ্রাণ বর্ণ কোনগুলো?
ক.
খ, ঘ,
খ.
ঙ, ঞ
গ.
ঠ, ঢ
ঘ. ছ, ঝ
৩১। সংযুক্ত ব্যঞ্জন ধ্বনি নয় কোনটি?
ক.
ঞ্জ খ. ত্ন গ. এ্যা ঘ. হ্ম
৩২। কোনটি মৌলিক স্বরধ্বনি নয়?
ক.
অ খ. আ গ. ঈ ঘ. এ্যা
৩৩। 'ম' কোন বর্গের
অন্তর্গত?
ক.
ক খ. চ গ. ত ঘ. প
৩৪। অনেক সময় পাশাপাশি অবস্থানে দুটির
ধ্বনির উচ্চারণ স্বাভাবিকভাবেই একীভূত হয়, তাকে বলে_
ক.
সন্ধি খ. ব্যাকরণ
গ.
সমাস ঘ. নিত্য
৩৫। শব্দের উৎস অনুসারে সন্ধি কত প্রকার?
ক.
দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ প্রকার
৩৬। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরজ্ঞাপক
ধ্বনি কোনগুলো?
ক.
এ, ঐ
খ. ঐ, ঔ
গ.
ও , ঔ
ঘ. এ, ঔ
৩৭। হ্ম-এর যুক্ত বর্ণটির স্বরূপ কী?
ক.
ক+খ খ. ক+স
গ.
ক+ষ ঘ. হ+ম
৩৮। কম্পনজাত ধ্বনি কোনটি?
ক.
ড় খ. হ গ. র ঘ. ঢ়
৩৯। খাঁটি বাংলায় সাধারণত কোন ধ্বনিটি
ব্যবহৃত হয় না?
ক.
শিশ ধ্বনি খ. কণ্ঠ ধ্বনি
গ.
মূর্ধণ্য ধ্বনি ঘ. অন্তঃস্থ ধ্বনি
উত্তর :১। খ ২। ঘ ৩। গ ৪। গ ৫। গ ৬। খ ৭।
ক. পঞ্চম খ. চতুর্থ
গ. নবম ঘ. সপ্তম
২। বাংলা গদ্য কোন যুগের ভাষার নিদর্শন?
ক. প্রাচীন যুগের খ. মধ্যযুগের
গ. বৈদিক যুগের ঘ. আধুনিক যুগের
৩। কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম হয়?
ক) উড়িয়া খ. হিন্দি
গ. বঙ্গকামরূপী ঘ. পালি
৪। বাংলাভাষার সঙ্গে কোন ভাষার ঘনিষ্ঠ আত্মীয়তা রয়েছে?
ক. সংস্কৃত খ. গুজরাটি
গ. হিন্দি ঘ. ভোজপুরিয়া
৫। বাংলাভাষার জন্ম হয়েছে_
ক. ইন্দো-ইউরোপীয় মূল ভাষা থেকে
খ. ইন্দো-ইরানীয় মূল ভাষা থেকে
গ. ইন্দো-ভারতীয় মূল ভাষা থেকে
ঘ. ইন্দো-ইউরোপীয় পূর্ব ভারতীয় ভাষা থেকে
৬। মানুষের যোগাযোগের মাধ্যম কী?
ক. ধ্বনি খ. শব্দ গ. ভাষা ঘ. বাগমন্ত্র
৭। চলিত রীতির প্রবর্তক কে?
ক. প্যারীচাঁদ মিত্র খ. প্রমথ চৌধুরী
গ. গিরিশচন্দ্র সেন ঘ ড. মুহম্মদ শহীদুল্লাহ্
৮। ভাষাকে রূপদান করতে কিসের সাহায্য প্রয়োজন?
ক. বাগ্ধারার খ. ফুসফুসের
গ. বাগযন্ত্রের ঘ. ওষ্ঠের
৯। বর্তমানে পৃথিবীতে কতগুলো ভাষা প্রচলিত আছে?
ক. আড়াই হাজার
খ. তিন হাজারের ওপরে
গ. সাড়ে তিন হাজারের ওপরে
ঘ. প্রায় সাড়ে তিন হাজার
১০। কোনটি পারিভাষিক শব্দ?
ক. নামাজ খ. কলেজ
গ. শিক্ষানবিশ ঘ. কলম
১১। ক্রিয়ামূল, ক্রিয়ার কাল ও পুরুষ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক) ধ্বনিতত্ত্বের খ. বাক্যতত্ত্বের
গ. রূপতত্ত্বের ঘ. অর্থতত্ত্বের
১২। আঞ্চলিক ভাষার অপর নাম কী?
ক. সাধু ভাষা ঘ. চলিত ভাষা
গ. উপ-ভাষা ঘ. বিদেশি ভাষা
১৩। ভাষাকে কিসের বাহন বলা হয়?
ক. ধ্বনির খ. শব্দের
ঘ. ভাবের ঘ. মনের
১৪। কারক ও সমাস ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
ক. ধ্বনিতত্ত্বের খ. রূপতত্ত্বের
গ. বাক্যতত্ত্বের ঘ. অর্থতত্ত্বের
১৫। কোন বাঙালি প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন?
ক. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
খ. দ্বিজেন্দ্রলাল রায়
গ. ড. মুহাম্মদ শহীদুল্লাহ্
ঘ. রাজা রামমোহান রায়
১৬। বাংলা বর্ণমালার উৎস কী?
ক. তিব্বতি লিপি খ. ব্রাক্ষ্মী লিপি
গ. দেবনাগরী লিপি ঘ. সংস্কৃত লিপি
১৭। ইংরেজি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন কে?
ক. উইলিয়াম কেরি
খ. মানু-এল-দা আসসু
গ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
ঘ. সি.এন.বি. হ্যালহেড
১৮। ইংরেজি এৎধসসধৎ শব্দটি এসেছে_
ক. পালি ভাষা থেকে
খ. গ্রিক ভাষা থেকে
গ. ল্যাটিন ভাষা থেকে
ঘ. ইতালি ভাষা থেকে
১৯। সাধিত শব্দ কোনটি?
ক. হাত খ. কলম গ. গরমিল ঘ. বই
২০। নাম প্রকৃতির উদাহরণ কোনটি?
ক. চলন্ত খ. লিখিত গ. ফুলেল ঘ. জমা -
৪০। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা এবং মাত্রাহীন বর্ণের সংখ্যা যথাক্রমে_
ক. ৮, ১২, ৩৯ খ. ১০, ৩২, ৮
গ. ৩২, ৮, ১০ ঘ. ১০, ৮, ৩২
৪১। কোনটি ঘোষ মহাপ্রাণ ধ্বনি?
ক. চ খ. গ গ. জ ঘ. ঘ
৪২। বাংলা বর্ণমালায় ব্যঞ্জন ধ্বনির সংখ্যা কয়টি?
ক. ১১টি খ. ৩২টি গ. ৩৯টি ঘ. ৫০টি
৪৩। যে ধ্বনি উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে না তাকে বলে_
ক. ঘোষ ধ্বনি খ. অঘোষ ধ্বনি
গ. উষ্ম ধ্বনি ঘ. অন্তঃস্থ ধ্বনি
৪৪। 'র' এর সংক্ষিপ্ত রূপ কয়টি?
ক) একটি খ) দুইটি
গ) তিনটি ঘ) পাঁচটি
৪৫। 'উষ্ণ'-এর কঠিন বর্ণ দুটি কী?
ক) ষ+ন খ) ষ+ণ
গ) ষ+ম ঘ) ষ+ঞ
No comments:
Post a Comment