প্রাথমিক শিক্ষা সমাপনী প্রস্তুতি : বিজ্ঞান
শূন্যস্থান পূরণ :
১। অন্য প্রাণী থেকে মানুষ ভিন্ন, কারণ মানুষ ...... ব্যবহার করে। উত্তর : হাতিয়ার ও কলাকৌশল ২। প্রযুক্তির লক্ষ্য ...... নিয়ন্ত্রণ করা।
উত্তর : পরিবেশকে
৩। সময়
মেনে চলতে যে প্রযুক্তি অবদান রেখেছে তা হলো ...... ।
উত্তর : ঘড়ি
৪। নতুন প্রযুক্তি উদ্ভাবনের মূল উৎস হলো ......।
ু উত্তর : প্রয়োজনবোধ
৫। প্রযুক্তির বিকাশে ...... আবিষ্কার একটি উল্লেখযোগ্য অবদান। উত্তর : চাকা
৬। প্রযুক্তির যথাযথ ব্যবহারে ...... জ্ঞান প্রয়োজন।
উত্তর : বিজ্ঞানের
৭। মানুষের প্রয়োজন বোধই ...... উৎস। উত্তর : উদ্ভাবনের
৮। জ্বর হলে ...... দিয়ে তাপ মাপা হয়।
উত্তর : থার্মোমিটার
৯। প্রযুক্তি আমাদের সমগ্র জীবনধারাকে ...... করে।
ৃউত্তর : প্রভাবিত
১০। বিজ্ঞানের অগ্রগতি ...... ওপর নির্ভরশীল।
উত্তর : প্রযুক্তির সংক্ষিপ্ত প্রশ্ন :
প্রশ্ন : প্রযুক্তি কী? উত্তর : মানুষ তার পরিবেশ নিয়ন্ত্রণ ও সমস্যা সমাধানে যেসব যন্ত্রপাতি বা হাতিয়ার উদ্ভাবন করেছে তা হলো প্রযুক্তি। প্রশ্ন : প্রাচীন প্রযুক্তির দুটি উদাহরণ দাও।
উত্তর : প্রাচীন প্রযুক্তির দুটি উদাহরণ- চাকা, লাঙল। প্রশ্ন : তুমি ব্যবহার করো এমন সবচেয়ে আধুনিক প্রযুক্তি কী? উত্তর : আমি ব্যবহার করি এমন সবচেয়ে আধুনিক
প্রযুক্তি হলো কম্পিউটার। প্রশ্ন : কৃষি প্রযুক্তির তিনটি যুগ কী কী?
উত্তর : কৃষি প্রযুক্তির তিনটি যুগ হলো-
ক. উন্নত যন্ত্র ব্যবহারের যুগ খ. রাসায়নিক সার ব্যবহারের যুগ গ. জৈব প্রযুক্তি ব্যবহারের যুগ প্রশ্ন : প্রযুক্তির ব্যবহার নেশায় পরিণত হলে কী হবে?
উত্তর : ক. সময়ের অপচয় হবে।
খ. নিয়মিত খেলাধুলা, ব্যায়াম ও মুক্তচিন্তার পথে বাধার সৃষ্টি হবে। গ. স্বাস্থ্যের ক্ষতি হবে।
পিএসসি-২০১৪(Ful l &
Final)
বিষয়ঃ বাংলাদেশ ও
বিশ্ব পরিচয়(Full &
Final)
শূন্যস্থান পূরন :
পৃঃ ১২ - খ
পৃঃ ২১ - ২ এর ক
পৃঃ ৪৬ - ২ এর খ
পৃঃ ৫৪ - ২ এর খ
পৃঃ ৭৭ - ২ এর চ
পৃঃ ৮২ - ২ এর গ
পৃঃ ৯৪ - ২ এর খ, ঘ
পৃঃ ১০৩ - ২ এর খ , ঘ
সঠিক উত্তর:
পৃঃ ২১ - ১.১
পৃঃ ৩২ - ১.৪
পৃঃ ৬৩ - ১.৪
পৃঃ ৭৭ - ১.১ , ১.৫
পৃঃ ৮১ - ১.১
পৃঃ ৮৬ - ১.২ , ১.৪
পৃঃ ১০২ - ১.১
পৃঃ ১০৩ - ১.২
সংক্ষিপ্ত প্রশ্ন:
পৃঃ ১৩ - ক , খ
পৃঃ ২২ - ক ,গ
পৃঃ ৪৭ - ক
পৃঃ ৫৫ - ঘ
পৃঃ ৬৪ - ক
পৃঃ ৭০ - ক , খ
পৃঃ ৭৮ - খ
পৃঃ ৯৪ – গ
পৃঃ ১৩- ৪ এর ছ
পৃঃ ৩৩- ৫ এর গ
পৃঃ ৪৭- ৪ এর ক
*কুটির শিল্প কি?
পৃঃ ৫৫-৪ এর ক, খ,ঙ
পৃঃ ৬৪- ৪ এর ঙ
পৃঃ ৭০- ৪ এর ক, ঙ
পৃঃ ৭৮- ৪ এর খ
পৃঃ ৮৭- ৪ এর ক
পৃঃ ৯৪- ৪ এর ঙ
পৃঃ ১১১-* সার্ক কি?
পৃঃ ১১৪- ৪ এর খ # রচনামূলক প্রশ্ন : ক . মনে করো গত
সপ্তাহে তুমি বাংলাদেশের ১টি ঐতিহাসিক
স্থানে পরিদর্শন
করেছো – এ
সম্পর্কে ৫টি বাক্যলিখ।
খ .
বুদ্ধিজীবি কারা ? বুদ্ধিজিবি হত্যার
২টি কারন লিখ ।
নাদর হত্যার
২টি ফলাফল লিখ ।
গ . নিরাপদ
পানি কাকে বলে ?
নিরাপদ পানি পান
করা প্রয়োজন কেন ?
নিরাপদ পানি পান
করার ৩টি উপায় লিখ
।
[] টিকা , মুজিব নগর
সরকার সপথ
নিয়েছিল কবে ?
মুজিব নগর
সরকারের
রাষ্টপতি কে ?..
প্রশ্নঃ (এগুলো দেখে নাও)
১. মুজিবনগর সরকার
কখন ও কথায় গঠিত
হয়েছিল? এ সরকার
এ কারা ছিলেন?**
২. কাদের
নিয়ে মুক্তি বাহিনীই
গঠিত হয়েছিল? ***
৩. পলাশি যুদ্ধ কেন
হয়েছিল? এই যুদ্ধের
ফলাফল কি?***
৪. সার্ক ও
জাতিসংঘের উদ্দেশ
এর পার্থক্য লিখ।*** ৫.ত্রিপুরাদের
উৎসবের বর্ণনা দাও।
৬. গনতান্ত্রিক
মনোভাব কাকে বলে?
প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রস্তুতিবাংলাদেশ ও বিশ্ব পরিচয় শিক্ষার্থী বন্ধুরা,
আজ ২য় অধ্যায়
থেকে শূন্যস্থান সঠিক উত্তর এবং সত্য- মিথ্যা নিয়ে আলোচনা করা হল। ২য় অধ্যায় আমাদের বাংলাদেশ : ইংরেজী শাসন সঠিক উত্তরের টিক দাও :-
১। ইংরেজরা কত দিন
এদেশে রাজত্ব করেন?
ক) প্রায় একশ বছর
√খ) প্রায় দুশো বছরগ) প্রায় তিনশ বছর ঘ) প্রায় চারশ বছর
২। বাংলার শেষ
স্বাধীন নবাব কে ছিলেন?ক) নবাব আলীবর্দি খান খ) নবাব নিজামুদ্দীন√ গ) নবাব সিরাজউদ্দৌলা ঘ) নবাব সুলতান
৩। এদেশে ইংরেজ শাসনের অন্যতম বৈশিষ্ট্য কি ছিল? √ক) “ভাগ কর
শাসন কর” খ) “ভাগ কর গ্রহণ কর”গ) “ শাসন কর গ্রহণ কর” ঘ) ভাগ কর বর্জন কর”
৪। কত সালে প্রথম ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রাম ঘটেছিল?
ক) ১৮৫৬ সালে খ) ১৮৫৫
সালে√গ) ১৮৫৭ সালে ঘ) ১৭৫৭ সালে
৫। ভারতবর্ষ স্বাধীন হয়ে কোন দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়? ক) ভারত ও
বাংলাদেশ খ) বাংলাদেশ ও পাকিস্তান√গ) ভারত ও পাকিস্তান ঘ) ভারত ও ইরান৬। কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেস দল গঠিত হয়?ক) ১৮৯৫ সালে √ খ) ১৮৮৫ সালেগ) ১৯৮৫ সালে ঘ) ১৯০৫ সালে
৭। কত বছর
বয়সে সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন?
ক) ২৩ বছর খ) ২০ বছর√ গ) ২২ বছর ঘ) ২৫ বছর
সত্য মিথ্যা
১। আঠারো শতকের
শেষভাগ থেকে উনিশ শতক পর্যন্ত বাংলায় একাধিক প্রতিরোধ আন্দোলন হয়েছে। (সত্য)
২। বাংলা ১১৭৬
সালে দুর্ভিক্ষ হয়েছে। (সত্য) ৩। ১৮৫৭
সাল থেকে ১৯৫৭ সাল পর্যন্ত প্রায় ১০০ বছর এদেশের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে। (মিথ্যা)
৪। পলাশীর যুদ্ধের মাধ্যমেই বাংলায় ইংরেজ শাসনের অবসান ঘটে। (মিথ্যা)
৫। ইংরেজ ও জমিদাদের
সাথে মিল হবার জন্য তিতুমীর বাঁশের কেল্লা নির্মাণ করেন। (মিথ্যা) ৬।
ইংরেজ শাসকদের
বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়ার কারণে ক্ষুদিরাম ও মাস্টারদাকে ফাঁসি দেওয়া হয়। (সত্য) ৭।
নারী জাগরণের অগ্রদূত বেগম সুফিয়া কামাল। (মিথ্যা)
৮।
পূর্ববাংলা অর্থাৎ আজকের বাংলাদেশ
সে সময় পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। (সত্য)
৯। বঙ্গভঙ্গকে কেন্দ্র
করে বাংলায় স্বদেশি চেতনার ব্যাপক বিস্তার ঘটে। (সত্য)
১০। মুসলমানদের
সামাজিক সংস্কার ও আধুনিক শিক্ষার প্রসারে বিশেষ ভূমিকা রাখেন স্যার সৈয়দ আহমদ খান। (সত্য)শূন্যস্থা নে সঠিক শব্দটি লিখ :
১। মীর কাশিম
ছিলেন কিছুটা স্বাধীনচেতা।২। ১৭৫৭ সাল থেকে ১৮৫৭ সাল পর্যন্ত একশ’ বছর এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনচলে।
৩। তিতুমীর যুদ্ধরত অবস্থায় মারা যায়।
৪। এদেশে ইংরেজ শাসনের প্রধান উদ্দেশ্য ছিল শোষণ ও নিজেদের লাভ।
http://int-bd.blogspot.com
নৈবর্িক
page no:12-
1.1,1.2
p:32- 1.4
p:54-1.1,1.2,1. 3
p:63- 1.1,1.5
p:77- 1.2,1.5
p:81- 1.1
p:63-1.4
p:69-1.1,1.2,1. 3
p:103-1.1,1.2
p:86 -1.2,1.4
p:93-1.1,1.2
page no:100
রচনামূলক প্রশ্ন
page no:12 -kha
p:21 -ka
p:32-kha
p:46-kha
p:54-kha
p:77-ka
p:82-ga
p:70-ga
শুধু শূন্যস্থান
# PSC 2014
# বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শূন্যস্থান : >
১২ - খ
২১ - ২ এর ক
৪৬ - ২ এর খ
৫৪ - ২ এর খ
৭৭ - ২ এর চ
৮২ - ২ এর গ
৯৪ - ২ এর খ, ঘ
১০৩ - ২ এর খ , ঘ
100% sure . .
http://int-bd.blogspot.com
এই বার রচনা মুলক প্রশ্ন দিলাম
বাংলা ১ম পত্র★
★চিঠি: তোমার বিদ্যালয়ে প্রদর্শনীয় শুরু হয়েছে, তা লিখে তোমার ব্ন্ধুর নিকট চিঠি লিখ।
★কবিতা: ঘাসফুল।
কবিতার কিছু অংশ
দেওয়া থাকবে,তা থেকে নিচের প্রশ্ন গুলো আসবে।
★চরনগুলো কোন
কবিতা থেকে নেওয়া হয়েছে? ★ঘাসফুল আমাদের
কাছে কী মিনতি করেছে?কেন করছে? ★ ঘাসফুল কার
সাথে নিজেকে তুলনা করেছে? কীভাবে তুলনা করেছে?
★ফরম পূরণ : বোর্ড বইয়ের 49 পৃষ্টা। ★এক কথায় প্রকাশ :
=অহংকার নেই যার।
=মমতা আছে যে নারীর।
=বিচার বিবেচনা ছাড়া যা। =রক্তের মত লাল।
=রেকা দিয়ে আঁকা যা। ★শব্দার্থ: বিপদজনক, ভয়াল, বিঙ্গপ্তি,সূচনা,মেধাবী। ★বিরাম চিহ্ন : বোর্ড বইয়ের 4 পৃষ্ঠা ★রচনা : প্রিয়
খেলা ফুটবল,একুশে ফ্রেরুয়ারি। unseen : জয়নাল আবেদীন
seen : বোর্ড বইয়ের 93 পৃষ্টায় (পচিশ মার্চ রাতে........................................... হত্যাযঙ্গ চালিয়ে যেতে থাকে) এই পর্যন্ত। সবাই পোষ্টটি সেভ করে রাখবেন। কাল পরিক্ষার পর check করে দেখবেন। এটা 100% কমন আসবেই।
আপনাদের জন্য ভাল করে দিলাম
১০০% কমন বাংলা Question
উপরে বাকি অংশ ১ থেকে ১০ আছে।
প্রাইমারী সমাপনী পরীক্ষা -২০১৪
http://int-bd.blogspot.com
cambrian school এর বাংলা সাজেসন-২০১৪
PSC English -2014
# psc_question Set no :- A .1.# Unseen:Robert brucewas a famous king.2.# seen: raju is a firefighter .3.# dailogue: to mother toplay with your frend/abouta book fair, page 72 .4.# from: you went to sendsame money bybd postoffice .now fill up the fromin bd.5.# pragouph : my greandmother / a birthday /libaretion war was invation.6.# letter : a about birds /to a frend about yourhobby.7.# rearrange . happybirtday.9.# re-write : food ballplayer
Time : 2 hours 30 minutes Full Marks : 100
Read the text and answer the questions 1, 2 and 3 :
It was a hot summer day. A man was passing through a village. He sold caps
to the villagers. He walked for miles and felt very tired. He sat under a tree to
take rest. He put his basket of caps beside him. He then fell asleep. There
were monkeys in the tree. The monkeys saw the caps in the basket. They
became curious. The monkeys came down from the tree and took away the
caps. After some time, the man woke up. He found that there was no cap in
the basket. He was surprised. He looked for the caps.
1. Choose the right answer: 110 = 10
(a) What is story about?
i. The monkeys ii. The cap seller
iii. The caps iv. The cap seller and the monkeys
(b) The day wasi.
rainy ii. windy
iii. sunny iv. cold
(c) What was the season?
i. Autumn ii. Winter
iii. Summer iv. Spring
(d) Why did the man take rest under a big tree?
i. to get shadow ii. to sleep
iii. to sell the caps iv. to put away the basket for a moment
(e) The monkeys took the capsi.
to make a fun ii. to wear
iii. to play iv. to sell
(f) The man fell asleep becausei.
he was tired ii. he was happy
iii. he was greedy iv. he was careless
(g) The man was surprised because.
i. he did not find his basket ii. there was no cap in the basket
iii. the monkeys took the caps iv. the basket was stolen
(h) Who could buy caps from the cap seller?
i. shop keepers ii. people
iii. factory iv. village Muslims
(i) The man walked
i. through a city ii. under a bridge
iii. beside a lake iv. through a village
(j) The mans was
i. poor ii. richest
iii. merchant iv. millionaire
2. Fill in the blanks with the given words: 15 = 5
village
empty
imitate
sellers
brightly
buyers
tree
wear
(a) The monkeys like to ............ .
(b) When the man woke up, he found the basket.......... .
(c) The monkeys were in the ............ .
(d) The villagers are the main ............ of his caps.
(e) The sun shines ............ in that day.
3. Answer the following questions in sentence (s): 1+1+1+1+1+2+3=10
(a) What did the man sell?
(b) How long did the man travel?
(c) Why were the monkeys take the caps away?
(d) Why were the monkeys curious?
(e) Why did the man fell asleep?
(f) Write reasons for this why the man was surprised?
(g) The first sentences says. „It was hot summer.‟ Write three other things from the story that also tell us the day was hot.
Read the text and answer the questions 4, 5 and 6:
Once there was a hare. He was walking beside a forest. Suddenly he saw a tortoise. It was moving slowly. He laughed at it saying “Hurry up, you are so slow! can‟t you move a little faster?”
There tortoise felt angry and said, “Why don‟t we run a race and see who wins? The hare laughed even more. “Why not, let‟s do that.” They agreed to start from under a tree and finish at a place near the forest.
So, they started their race. In a few minutes the hare was out of sight. “The tortoise must be far behind”, he said to himself, I am already half way through. Why not have a nap beside that tree? “And soon he fell asleep. But the tortoise walked steadily on and on. In a short time, he passed by the sleeping hare.
The hare slept longer than he thought he would. When he woke up at last, he looked around and saw in surprise that the tortoise was near the finishing line. He ran as fast as he could. But it was too late. The tortoise had reached the finishing line before he could do so. The tortoise looked back at the hare and said smilingly, “See how the slow but steady wins the race!”
4. Choose the best answer: 110 = 10
(a) Where were a hare and a tortoise walking?
(i) beside a forest (ii) beside a village
(iii) beside a river (iv) beside a town
(b) How was a tortoise moving?
(i) fast (ii) little fast (iii) slowly (iv) rapidly
(c) What did the hare see suddenly?
(i) a snake (ii) a fox (iii) a tortoise (iv) a cat
(d) Who is proud of his speed?
(i) the hare (ii) the tortoise (iii) the fox (iv) the deer
(e) He laughed at it saying- “Hurry up, you are so slow! Can‟t you move a little faster?
Who was laughed at and by whom?
(i) The hare by the tortoise (ii) The deer by the hare
(iii) The tortoise by the monkey (iv) None of the above
(f) “I am already half way thorough. Why not have a nap beside that tree?” Who said it?
(i) the tortoise (ii) the fox (iii) a deer (iv) the hare
(g) Make meaningful sentences using the words given below.
started/ race/ their/ they.
(i) Their race started they (ii) They race their started
(iii) Their started they race (iv) they started their race
(h) Why did the tortoise feel angry?
(i) for insulting (ii) for sleeping
(iii) for eating (iv) for waiting
(i) The passage above is written in
(i) Present tense (ii) Past tense
(iii) Future tense (iv) both present and past
(j) Find out the type of the following sentence.
“Once there was a hare.”
(i) Present tense (ii) Past tense
(iii) Future tense (iv) both present and past
5. Match the words in column A with their similar meaning in column B (two extra meaning are given in column B) : 15 = 5
Column A Column B
Forest Arrive
Beside Sleep
Race Next to
Reach Competition
Nap A large jungle
A sleep
6. Answer the following questions: 1+1+3 = 5
(a) Who was very fast to run?
(b) Who felt angry?
(c) Write the moral of the passage?
7. Rearrange the given sentences to make a meaningful story. 15 =5
Maria cannot see the spring day. It‟s a beautiful spring day. She can feel the soft
warmth of the sun and can hear the birds singing. She knows that it is a nice day
because she can smell the flowers. Maria wakes up early feeling happy.
8. Rewrite the sentences using punctuation marks and capital letters
where necessary. 15= 5
one morning fitzy frog wakes up he tries to speak but he cannot fitzy has lost
his voice it could not have gone far he thinks Ill go and find it.
9. Arrange and rewrite the following words so the they make sense. 15 = 5
(a) village, their a, death, valley, became, of.
(b) waiting, us, a, was, for, guide.
(c) I, help, may, you?
(d) are, it, on, lit, candles.
(e) how, they, see, beautiful, look!
10. Translate into English: 15 = 5
a) GLb KqUv ev‡R? b) G¸‡jv ¯^v‡¯’¨i Rb¨ fvj| c) evsjv‡`k Avgvi gvZ…f‚wg| d) ivKv
we`¨vj‡q hvqwb| e) Avwg Avgvi †`k‡K fv‡jvevwm|
11. Translate into Bangla: 15 = 5
(a) Bangla is our mother tongue. (b) A birthday is a memorable day in one‟s life.
(c) Sufia is at home on a Friday. (d) Saikat is a good student. (e) Gardening
keeps you fit.
12. Read the following situation. Make a dialogue using would or could,
You want your brother to tell you how to make birds on strings. 5
13. Suppose, you want to be a member of your school debating club. Your
teacher give you a form. Fill it out. 5
Cambrian School and College
Baridhara, Dhaka.
PHOTO
1. Name :
2. Mother‟s Name :
3. Father‟s Name :
4. Home Address :
5. Class :
6. Roll :
7. Date of birth :
Signature
14. Write a composition about “Olympic Games” using the given cues. 10
* Sports * Nations
* From where * First held
* When * IOC
* events * Games
* Athlets * Countries
15. Suppose you are Kamal/ Kona. Write a letter to your friend Raka/
Rajib, describing him/her how you celebrated your last birthday. 10
http://int-bd.blogspot.com
i) Babul was _____ to move.
ii. What happened to Nipa?
iii. What was completely ruined?
v. The village _____ the valley of death.
(b) Why did they make the shelter center in their school?
(c) Write three sentences explaining why Babul was shocked with grief and pain.
Read the text and answer the questions 4, 5, 6 and 7.
Sheikh Saadi was a great poet in Iran. He used to lead a very simple life. Once on his way for a night to the court of the king of Iran, he took shelter in a noble man’s house for a night. He was then in very simple dress. The noble man could not recognize him and the treatment he received offended him. But he did not say anything to him. The next day Sheikh Saadi went to the court of the king and was received with honor. He stayed there for a few days. He composed some beautiful poems and entertained the king and his courtiers. He received rich gifts from the king. He put on a very rich and ornamented dress. Thus he was returning to his village. On his way he again visited that noble man’s house. This time, the rich man was surprised to see Sheikh Saadi in a rich ornamental dress. He was delighted to see the change in Sheikh Saadi and treated him with the best of the foods and comfort.
While eating, he was surprised to see the rich delicious foods and understood the rich man’s attitude. Sheikh Saadi then instead of eating the foods started putting them into the pockets of his rich cloth. This surprised the rich man, “Why are you putting the foods into the pockets of your dress?” said the rich man. “I am putting them into the pockets of my dress because these foods are meant for my dress, not for me,” said Saadi. The rich man realized his earlier folly and became ashamed.
a. complex b. humble c. gorgeous d. attractive
(ii) The court of the king received him with great _____.
a. principle b. pleasure c. surprise d. respect
(iii) He _____ there for a few days.
a. remained b. worked c. occupied d. ran
(iv) He _____ some beautiful poems.
a. created b. read c. recited d. kept
(v) The word “delighted” is a/an _____.
a. noun b. verb c. adjective d. adverb
(vi) “This surprised the rich man.” The sentence is written in ——— tense.
a. present indefinite b. past indefinite c. future indefinite d. past perfect
(vii) “Why are you putting the foods into the pockets of your dress?” Which sentence is it?
a. assertive b. imperative c. interrogative d. exclamatory
(viii) He was _____ to his village.
a. return b. returning c. returned d. returns
(ix) The rich man could _____ his earlier folly.
a. realized b. realize c. realizing d. not realize
(x) The story is a ———-.
a. fable b. short story c. ghost story d. comedy
5. Fill in the blanks with the given words from the box. 1×5=05
(a) Sheikh Saadi used to _____ simple clothing.
(b) The noble man could not _____ him for his normal dress.
(c) While eating, he was _____ to see the rich delicious foods.
(d) Finally, the rich man _____ ashamed.
(e) He was ______ to see the rich delicious foods.
6. Answer the following questions in sentence(s). 1+1+2+3+3=10
10 Arrange and rewrite the following words so that they make sense. 1×5=05
a. our, often, come, time, free, here, we, in.
b. must, you, regularly, them, eat.
c. message, reads, his, Rosie.
d. have, you, do, any, class, now?
e. Bangladesh, is, it, only, the, island, coral, in.
11. Write a composition about “Your Home Town”. You have to follow the clues. a. What is the name of your home town? b. Where is it situated? c. How was it named? d. Who are the famous personalities? e. What are there in and outside of this village? 10
12. Suppose, you are a new comer of an area. You do not know anything of it. Now you need help to know surroundings. Ask a passerby or a traffic police to help you knowing the way of nearest library. 05
13. Suppose, you are going to get admitted in a new school and you have collected the admission form from the school. Now fill the form out with information of yourself. 05
Ideal School and College
121, Motizheel, Dhaka
Photo
http://int-bd.blogspot.com
৫ম সমাপনী চূড়ান্ত সাজেসন...২০১৪
শূন্যস্থান পূরণ :
১। অন্য প্রাণী থেকে মানুষ ভিন্ন, কারণ মানুষ ...... ব্যবহার করে। উত্তর : হাতিয়ার ও কলাকৌশল ২। প্রযুক্তির লক্ষ্য ...... নিয়ন্ত্রণ করা।
উত্তর : পরিবেশকে
৩। সময়
মেনে চলতে যে প্রযুক্তি অবদান রেখেছে তা হলো ...... ।
উত্তর : ঘড়ি
৪। নতুন প্রযুক্তি উদ্ভাবনের মূল উৎস হলো ......।
ু উত্তর : প্রয়োজনবোধ
৫। প্রযুক্তির বিকাশে ...... আবিষ্কার একটি উল্লেখযোগ্য অবদান। উত্তর : চাকা
৬। প্রযুক্তির যথাযথ ব্যবহারে ...... জ্ঞান প্রয়োজন।
উত্তর : বিজ্ঞানের
৭। মানুষের প্রয়োজন বোধই ...... উৎস। উত্তর : উদ্ভাবনের
৮। জ্বর হলে ...... দিয়ে তাপ মাপা হয়।
উত্তর : থার্মোমিটার
৯। প্রযুক্তি আমাদের সমগ্র জীবনধারাকে ...... করে।
ৃউত্তর : প্রভাবিত
১০। বিজ্ঞানের অগ্রগতি ...... ওপর নির্ভরশীল।
উত্তর : প্রযুক্তির সংক্ষিপ্ত প্রশ্ন :
প্রশ্ন : প্রযুক্তি কী? উত্তর : মানুষ তার পরিবেশ নিয়ন্ত্রণ ও সমস্যা সমাধানে যেসব যন্ত্রপাতি বা হাতিয়ার উদ্ভাবন করেছে তা হলো প্রযুক্তি। প্রশ্ন : প্রাচীন প্রযুক্তির দুটি উদাহরণ দাও।
উত্তর : প্রাচীন প্রযুক্তির দুটি উদাহরণ- চাকা, লাঙল। প্রশ্ন : তুমি ব্যবহার করো এমন সবচেয়ে আধুনিক প্রযুক্তি কী? উত্তর : আমি ব্যবহার করি এমন সবচেয়ে আধুনিক
প্রযুক্তি হলো কম্পিউটার। প্রশ্ন : কৃষি প্রযুক্তির তিনটি যুগ কী কী?
উত্তর : কৃষি প্রযুক্তির তিনটি যুগ হলো-
ক. উন্নত যন্ত্র ব্যবহারের যুগ খ. রাসায়নিক সার ব্যবহারের যুগ গ. জৈব প্রযুক্তি ব্যবহারের যুগ প্রশ্ন : প্রযুক্তির ব্যবহার নেশায় পরিণত হলে কী হবে?
উত্তর : ক. সময়ের অপচয় হবে।
খ. নিয়মিত খেলাধুলা, ব্যায়াম ও মুক্তচিন্তার পথে বাধার সৃষ্টি হবে। গ. স্বাস্থ্যের ক্ষতি হবে।
পিএসসি-২০১৪(Ful l &
Final)
বিষয়ঃ বাংলাদেশ ও
বিশ্ব পরিচয়(Full &
Final)
শূন্যস্থান পূরন :
পৃঃ ১২ - খ
পৃঃ ২১ - ২ এর ক
পৃঃ ৪৬ - ২ এর খ
পৃঃ ৫৪ - ২ এর খ
পৃঃ ৭৭ - ২ এর চ
পৃঃ ৮২ - ২ এর গ
পৃঃ ৯৪ - ২ এর খ, ঘ
পৃঃ ১০৩ - ২ এর খ , ঘ
সঠিক উত্তর:
পৃঃ ২১ - ১.১
পৃঃ ৩২ - ১.৪
পৃঃ ৬৩ - ১.৪
পৃঃ ৭৭ - ১.১ , ১.৫
পৃঃ ৮১ - ১.১
পৃঃ ৮৬ - ১.২ , ১.৪
পৃঃ ১০২ - ১.১
পৃঃ ১০৩ - ১.২
সংক্ষিপ্ত প্রশ্ন:
পৃঃ ১৩ - ক , খ
পৃঃ ২২ - ক ,গ
পৃঃ ৪৭ - ক
পৃঃ ৫৫ - ঘ
পৃঃ ৬৪ - ক
পৃঃ ৭০ - ক , খ
পৃঃ ৭৮ - খ
পৃঃ ৯৪ – গ
পৃঃ ১৩- ৪ এর ছ
পৃঃ ৩৩- ৫ এর গ
পৃঃ ৪৭- ৪ এর ক
*কুটির শিল্প কি?
পৃঃ ৫৫-৪ এর ক, খ,ঙ
পৃঃ ৬৪- ৪ এর ঙ
পৃঃ ৭০- ৪ এর ক, ঙ
পৃঃ ৭৮- ৪ এর খ
পৃঃ ৮৭- ৪ এর ক
পৃঃ ৯৪- ৪ এর ঙ
পৃঃ ১১১-* সার্ক কি?
পৃঃ ১১৪- ৪ এর খ # রচনামূলক প্রশ্ন : ক . মনে করো গত
সপ্তাহে তুমি বাংলাদেশের ১টি ঐতিহাসিক
স্থানে পরিদর্শন
করেছো – এ
সম্পর্কে ৫টি বাক্যলিখ।
খ .
বুদ্ধিজীবি কারা ? বুদ্ধিজিবি হত্যার
২টি কারন লিখ ।
নাদর হত্যার
২টি ফলাফল লিখ ।
গ . নিরাপদ
পানি কাকে বলে ?
নিরাপদ পানি পান
করা প্রয়োজন কেন ?
নিরাপদ পানি পান
করার ৩টি উপায় লিখ
।
[] টিকা , মুজিব নগর
সরকার সপথ
নিয়েছিল কবে ?
মুজিব নগর
সরকারের
রাষ্টপতি কে ?..
প্রশ্নঃ (এগুলো দেখে নাও)
১. মুজিবনগর সরকার
কখন ও কথায় গঠিত
হয়েছিল? এ সরকার
এ কারা ছিলেন?**
২. কাদের
নিয়ে মুক্তি বাহিনীই
গঠিত হয়েছিল? ***
৩. পলাশি যুদ্ধ কেন
হয়েছিল? এই যুদ্ধের
ফলাফল কি?***
৪. সার্ক ও
জাতিসংঘের উদ্দেশ
এর পার্থক্য লিখ।*** ৫.ত্রিপুরাদের
উৎসবের বর্ণনা দাও।
৬. গনতান্ত্রিক
মনোভাব কাকে বলে?
প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রস্তুতিবাংলাদেশ ও বিশ্ব পরিচয় শিক্ষার্থী বন্ধুরা,
আজ ২য় অধ্যায়
থেকে শূন্যস্থান সঠিক উত্তর এবং সত্য- মিথ্যা নিয়ে আলোচনা করা হল। ২য় অধ্যায় আমাদের বাংলাদেশ : ইংরেজী শাসন সঠিক উত্তরের টিক দাও :-
১। ইংরেজরা কত দিন
এদেশে রাজত্ব করেন?
ক) প্রায় একশ বছর
√খ) প্রায় দুশো বছরগ) প্রায় তিনশ বছর ঘ) প্রায় চারশ বছর
২। বাংলার শেষ
স্বাধীন নবাব কে ছিলেন?ক) নবাব আলীবর্দি খান খ) নবাব নিজামুদ্দীন√ গ) নবাব সিরাজউদ্দৌলা ঘ) নবাব সুলতান
৩। এদেশে ইংরেজ শাসনের অন্যতম বৈশিষ্ট্য কি ছিল? √ক) “ভাগ কর
শাসন কর” খ) “ভাগ কর গ্রহণ কর”গ) “ শাসন কর গ্রহণ কর” ঘ) ভাগ কর বর্জন কর”
৪। কত সালে প্রথম ব্রিটিশবিরোধী স্বাধীনতা সংগ্রাম ঘটেছিল?
ক) ১৮৫৬ সালে খ) ১৮৫৫
সালে√গ) ১৮৫৭ সালে ঘ) ১৭৫৭ সালে
৫। ভারতবর্ষ স্বাধীন হয়ে কোন দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়? ক) ভারত ও
বাংলাদেশ খ) বাংলাদেশ ও পাকিস্তান√গ) ভারত ও পাকিস্তান ঘ) ভারত ও ইরান৬। কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেস দল গঠিত হয়?ক) ১৮৯৫ সালে √ খ) ১৮৮৫ সালেগ) ১৯৮৫ সালে ঘ) ১৯০৫ সালে
৭। কত বছর
বয়সে সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন?
ক) ২৩ বছর খ) ২০ বছর√ গ) ২২ বছর ঘ) ২৫ বছর
সত্য মিথ্যা
১। আঠারো শতকের
শেষভাগ থেকে উনিশ শতক পর্যন্ত বাংলায় একাধিক প্রতিরোধ আন্দোলন হয়েছে। (সত্য)
২। বাংলা ১১৭৬
সালে দুর্ভিক্ষ হয়েছে। (সত্য) ৩। ১৮৫৭
সাল থেকে ১৯৫৭ সাল পর্যন্ত প্রায় ১০০ বছর এদেশের ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন চলে। (মিথ্যা)
৪। পলাশীর যুদ্ধের মাধ্যমেই বাংলায় ইংরেজ শাসনের অবসান ঘটে। (মিথ্যা)
৫। ইংরেজ ও জমিদাদের
সাথে মিল হবার জন্য তিতুমীর বাঁশের কেল্লা নির্মাণ করেন। (মিথ্যা) ৬।
ইংরেজ শাসকদের
বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়ার কারণে ক্ষুদিরাম ও মাস্টারদাকে ফাঁসি দেওয়া হয়। (সত্য) ৭।
নারী জাগরণের অগ্রদূত বেগম সুফিয়া কামাল। (মিথ্যা)
৮।
পূর্ববাংলা অর্থাৎ আজকের বাংলাদেশ
সে সময় পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়। (সত্য)
৯। বঙ্গভঙ্গকে কেন্দ্র
করে বাংলায় স্বদেশি চেতনার ব্যাপক বিস্তার ঘটে। (সত্য)
১০। মুসলমানদের
সামাজিক সংস্কার ও আধুনিক শিক্ষার প্রসারে বিশেষ ভূমিকা রাখেন স্যার সৈয়দ আহমদ খান। (সত্য)শূন্যস্থা নে সঠিক শব্দটি লিখ :
১। মীর কাশিম
ছিলেন কিছুটা স্বাধীনচেতা।২। ১৭৫৭ সাল থেকে ১৮৫৭ সাল পর্যন্ত একশ’ বছর এদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনচলে।
৩। তিতুমীর যুদ্ধরত অবস্থায় মারা যায়।
৪। এদেশে ইংরেজ শাসনের প্রধান উদ্দেশ্য ছিল শোষণ ও নিজেদের লাভ।
http://int-bd.blogspot.com
নৈবর্িক
page no:12-
1.1,1.2
p:32- 1.4
p:54-1.1,1.2,1. 3
p:63- 1.1,1.5
p:77- 1.2,1.5
p:81- 1.1
p:63-1.4
p:69-1.1,1.2,1. 3
p:103-1.1,1.2
p:86 -1.2,1.4
p:93-1.1,1.2
page no:100
রচনামূলক প্রশ্ন
page no:12 -kha
p:21 -ka
p:32-kha
p:46-kha
p:54-kha
p:77-ka
p:82-ga
p:70-ga
শুধু শূন্যস্থান
# PSC 2014
# বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শূন্যস্থান : >
১২ - খ
২১ - ২ এর ক
৪৬ - ২ এর খ
৫৪ - ২ এর খ
৭৭ - ২ এর চ
৮২ - ২ এর গ
৯৪ - ২ এর খ, ঘ
১০৩ - ২ এর খ , ঘ
100% sure . .
http://int-bd.blogspot.com
এই বার রচনা মুলক প্রশ্ন দিলাম
বাংলা ১ম পত্র★
★চিঠি: তোমার বিদ্যালয়ে প্রদর্শনীয় শুরু হয়েছে, তা লিখে তোমার ব্ন্ধুর নিকট চিঠি লিখ।
★কবিতা: ঘাসফুল।
কবিতার কিছু অংশ
দেওয়া থাকবে,তা থেকে নিচের প্রশ্ন গুলো আসবে।
★চরনগুলো কোন
কবিতা থেকে নেওয়া হয়েছে? ★ঘাসফুল আমাদের
কাছে কী মিনতি করেছে?কেন করছে? ★ ঘাসফুল কার
সাথে নিজেকে তুলনা করেছে? কীভাবে তুলনা করেছে?
★ফরম পূরণ : বোর্ড বইয়ের 49 পৃষ্টা। ★এক কথায় প্রকাশ :
=অহংকার নেই যার।
=মমতা আছে যে নারীর।
=বিচার বিবেচনা ছাড়া যা। =রক্তের মত লাল।
=রেকা দিয়ে আঁকা যা। ★শব্দার্থ: বিপদজনক, ভয়াল, বিঙ্গপ্তি,সূচনা,মেধাবী। ★বিরাম চিহ্ন : বোর্ড বইয়ের 4 পৃষ্ঠা ★রচনা : প্রিয়
খেলা ফুটবল,একুশে ফ্রেরুয়ারি। unseen : জয়নাল আবেদীন
seen : বোর্ড বইয়ের 93 পৃষ্টায় (পচিশ মার্চ রাতে........................................... হত্যাযঙ্গ চালিয়ে যেতে থাকে) এই পর্যন্ত। সবাই পোষ্টটি সেভ করে রাখবেন। কাল পরিক্ষার পর check করে দেখবেন। এটা 100% কমন আসবেই।
আপনাদের জন্য ভাল করে দিলাম
১০০% কমন বাংলা Question
psc বাংলা
প্রদত্ত
অনুচ্ছেদটি পড়ে ১, ২,
৩, ৪ এবং ৫ ক্রমিক
প্রশ্নের উত্তর লেখ :
গতকাল তোমার
চিঠি পেলাম।
তুমি চিঠিতে জানতে চেয়েছ কখন আমার স্কুল
ছুটি হবে। আমার
ছুটির সময় তুমি ও
রানা ঢাকায়
আসতে চেয়েছ।
তোমরা ঢাকায়
এলে আমরা খুব
খুশি হবো।
আমরা তিনজন
একসাথে ঢাকার
বিভিন্ন দর্শনীয়
স্থানে বেড়াব,
নানা রকম জিনিস
দেখব। প্রথমেই যাব মিরপুরের
চিড়িয়াখানায়।
সেখানে গিয়ে দেখব
নতুন
কী কী অতিথি প্রাণী এসেছে। তবে মামা বলেছেন,
চীন থেকে পাণ্ডা,
গণ্ডার;
অস্ট্রেলিয়া থেকে ক্যাঙ্গারু, আফ্রিকা থেকে জিরাফ
আর জেবরা এসেছে।
১।সঠিক
উত্তরটি উত্তরপত্রে লেখ।
১ x ৫ = ৫
(i)চিঠিতে কী জানতে চাওয়া হয়েছে? ক)স্কুল ছুটির সময়
খ)স্কুল বন্ধের সময় গ)স্কুলে যাওয়ার সময় ঘ)স্কুল থেকে আসার
সময়
(ii) চিঠিতে ‘রানা’
কোথায়
আসতে চেয়েছে?
ক) খুলনায় খ) ঢাকায়
গ) রাজশাহীতে ঘ)
যশোরে
(iii) কয়জন
একসাথে ঢাকার
বিভিন্ন দর্শনীয়
স্থানে ঘুরে বেড়াতে চেয়েছে? ক) দুইজন খ) তিনজন
গ) চারজন ঘ) পাঁচজন
(iv)চিঠিতে কোনটি দর্শনের
কথা বলা হয়েছে?
ক) চিড়িয়াখানা খ)
শিশুপার্ক গ) জাদুঘর
ঘ) নভোথিয়েটার
(v)‘জেবরা’
কোথা থেকে এসেছে?
ক) আফ্রিকা থেকে খ)
চিন থেকে গ)
পাকিস্তান
থেকে ঘ)বার্মা থেকে
২। নিচে কয়েকটি শব্দ
ও শব্দার্থ
দেওয়া হলো। নিচের বাক্যগুলোর
শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখ :
১ x ৫ = ৫
শব্দ শব্দার্থ
নতুন অর্বাচীন
ক্যাঙ্গারু প্রাণীর নাম মিরপুর একটি স্থানের
নাম
তিনজন সংখ্যাবিশেষ
গণ্ডার প্রাণীর নাম
(ক) চিঠিতে ............বন্
ধুর বেড়ানোর
কথা বলা হয়েছে।
(খ) চিড়িয়াখান
অবস্থিত ............... ।
(গ) চীন
থেকে আনা হয়েছে পাণ্ডা আর ...........। (ঘ)অস্ট্রেলিয়ার
জাতীয় পশুর
নাম ............... ।
(ঙ)চিড়িয়াখানার .............প্ রাণী সম্পর্কে তথ্য
দিয়েছে তাদের মামা।
৩। নিচের
যুক্তবর্ণগুলো ভেঙে একটি করে শব্দ তৈরি কর
এবং তৈরিকৃত শব্দ
দিয়ে একটি করে বাক্য
লেখ। ১ x ৫ = ৫
স্ক, স্থ, ঙ্গ, ফ্র, স্ট্র
।
৪।নিচের
প্রশ্নগুলো উত্তর
লেখ। ৫ x ৩ = ১৫
(ক) চিঠিতে কোন
বিষয়
সম্পর্কে জানতে চাওয়া হয়েছে? — লেখ।
(খ) “তোমরা ঢাকায়
এলে আমরা খুবই
খুশি হব।” —
বুঝিয়ে লেখ।
(গ) প্রাণী আমাদের
কী কী উপকার করে?
— লেখ।
৫। প্রাথমিক
শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতির
কথা জানিয়ে তোমার
বাবাকে একখানা পত্র
লেখ। ০৫
প্রদত্ত কবিতাংশটুকু
পড়ে ৬, ৭, ৮ এবং ৯
ক্রমিক প্রশ্নের
উত্তর লেখ :
থাকব না ক বদ্ধ ঘরে
দেখব এবার জগত্টাকে
কেমন
করে ঘুরছে মানুষ যুগান্তরের
ঘুর্ণিপাকে।
দেশ হতে দেশ
দেশান্তরে
ছুটছে তারা কেমন
করে,
কিশের নেশায় কেমন
করে
মরছে যে বীর
লাখে লাখে।
কিসের আশায়
করছে তারা
বরণ মরণ যন্ত্রণাকে।
৬। সঠিক
উত্তরটি উত্তরপত্রে লেখ।
১ x ৫ = ৫
(i) কবি কোথায়
থাকবেন না?
ক) কবিতায় খ)
দেশে গ) বদ্ধ ঘরে ঘ)
পৃথিবীতে (ii)
জগত্টাকে কে দেখতে চান?
ক) কবি খ) রাজা গ)
মানুষ ঘ) প্রজা
(iii) মরণ
যন্ত্রণা বলতে কী বোঝানো হয়েছে? ক) কষ্টকে খ)
মরণকে গ)
ব্যথাকে ঘ)মৃত্যুর
মতো কঠিন
যন্ত্রণাকে (iv)
মানুষের নেশা কী?
ক) যুদ্ধ করা খ)ভয়
পাওয়া গ)জয় করা ঘ)
লজ্জা পাওয়া
(v)কিশোর
দেশান্তরে যেতে চায়
কেন?
ক) কবিতা শোনার
জন্য খ) আজব
জিনিস দেখার জন্য
গ) পাখি দেখার জন্য
ঘ) সাগর দেখার জন্য
৭। নিচের
প্রশ্নগুলো উত্তর
লেখ। ১ + ২ + ২ = ০৫
(ক)
কবি কী দেখতে চান?
(খ) ‘সংকল্প’ কবিতায়
কিশোর
কী প্রতিজ্ঞা করেছে?
(গ)কবি বিশ্বজগত্টাকে কীভাবে দেখতে চান? ৮। প্রদত্ত শব্দগুলোর
অর্থ লেখ : বদ্ধ,
যুগান্তর, দেশান্তর, মরণযন্ত্রণা, বরণ।১ x
৫ = ৫
৯। প্রদত্ত
কবিতাংশটির মূলভাব
লেখ। ০৫
১০। নিচের
শব্দগুলো কোনটি কোন
পদ তা লেখ: ১ x ৫ = ৫
(ক) সবাই (খ) গান (গ)
কিন্তু (ঘ) দুরন্ত (ঙ)
ফোটে।
১১। বিরামচিহ্ন
বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখ : ৫
সে অনেক অনেক দিন
আগের
কথা চারদিকে তখন
কী সুন্দর সবুজ বন
ঝোঁপঝাড় আর
দিগন্তে ঝুকে পড়া নীল আকাশের
ছোঁয়া এরকম
দিনগুলোতে মানুষেরা থাকে লোকালয়ে আর পশুরা জঙ্গলে
১২। নিচের
বাক্যগুলো ক্রিয়াপদের চলিত রূপ লেখ : ১ x ৫ = ৫
(i) আমি দেশ-
দেশান্তরে ঘুরিব।
(ii) কথা দেশের মানুষ
কখনো ভুলিবে না।
(iii)
মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করিয়াছেন।
(iv) ধরার বুকে স্নেহ-
কণাগুলি ঘাস
হইয়া ফুটিয়া ওঠে।
(v) তাহাকেও পায়ের
তলায়
পিসিয়া মারিয়া ফেলিল।
১৩। নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখ :
সম্ভব, সূক্ষ্ম, দুরন্ত, সাহসী, প্রকাশ। ১ x ৫
= ৫
১৪। (ক)কবিতার
লাইনগুলো পরপর
সাজিয়ে লেখ : ৬
নৌকা সারে সারে,
নদীর জোয়ার
এই যে নদী
এই ছবিটি চেনা।
বসে নদীর ধারে—
একলা বসে আপন মনে
(খ) কবিতাংশটুকু কোন
কবিতার? ১
(গ) কবিতাটির কবির
নাম কী? ১
(ঘ) গ্রাম বাংলার কোন
ছবিটি আমাদের চেনা?
২
১৫।
বিদ্যালয়ে ভর্তির
জন্য নিচের
ফরমটি পূরণ কর। ৫
প্রদত্ত
অনুচ্ছেদটি পড়ে ১, ২,
৩, ৪ এবং ৫ ক্রমিক
প্রশ্নের উত্তর লেখ :
গতকাল তোমার
চিঠি পেলাম।
তুমি চিঠিতে জানতে চেয়েছ কখন আমার স্কুল
ছুটি হবে। আমার
ছুটির সময় তুমি ও
রানা ঢাকায়
আসতে চেয়েছ।
তোমরা ঢাকায়
এলে আমরা খুব
খুশি হবো।
আমরা তিনজন
একসাথে ঢাকার
বিভিন্ন দর্শনীয়
স্থানে বেড়াব,
নানা রকম জিনিস
দেখব। প্রথমেই যাব মিরপুরের
চিড়িয়াখানায়।
সেখানে গিয়ে দেখব
নতুন
কী কী অতিথি প্রাণী এসেছে। তবে মামা বলেছেন,
চীন থেকে পাণ্ডা,
গণ্ডার;
অস্ট্রেলিয়া থেকে ক্যাঙ্গারু, আফ্রিকা থেকে জিরাফ
আর জেবরা এসেছে।
১।সঠিক
উত্তরটি উত্তরপত্রে লেখ।
১ x ৫ = ৫
(i)চিঠিতে কী জানতে চাওয়া হয়েছে? ক)স্কুল ছুটির সময়
খ)স্কুল বন্ধের সময় গ)স্কুলে যাওয়ার সময় ঘ)স্কুল থেকে আসার
সময়
(ii) চিঠিতে ‘রানা’
কোথায়
আসতে চেয়েছে?
ক) খুলনায় খ) ঢাকায়
গ) রাজশাহীতে ঘ)
যশোরে
(iii) কয়জন
একসাথে ঢাকার
বিভিন্ন দর্শনীয়
স্থানে ঘুরে বেড়াতে চেয়েছে? ক) দুইজন খ) তিনজন
গ) চারজন ঘ) পাঁচজন
(iv)চিঠিতে কোনটি দর্শনের
কথা বলা হয়েছে?
ক) চিড়িয়াখানা খ)
শিশুপার্ক গ) জাদুঘর
ঘ) নভোথিয়েটার
(v)‘জেবরা’
কোথা থেকে এসেছে?
ক) আফ্রিকা থেকে খ)
চিন থেকে গ)
পাকিস্তান
থেকে ঘ)বার্মা থেকে
২। নিচে কয়েকটি শব্দ
ও শব্দার্থ
দেওয়া হলো। নিচের বাক্যগুলোর
শূন্যস্থানের উপযুক্ত শব্দটি উত্তরপত্রে লেখ :
১ x ৫ = ৫
শব্দ শব্দার্থ
নতুন অর্বাচীন
ক্যাঙ্গারু প্রাণীর নাম মিরপুর একটি স্থানের
নাম
তিনজন সংখ্যাবিশেষ
গণ্ডার প্রাণীর নাম
(ক) চিঠিতে ............বন্
ধুর বেড়ানোর
কথা বলা হয়েছে।
(খ) চিড়িয়াখান
অবস্থিত ............... ।
(গ) চীন
থেকে আনা হয়েছে পাণ্ডা আর ...........। (ঘ)অস্ট্রেলিয়ার
জাতীয় পশুর
নাম ............... ।
(ঙ)চিড়িয়াখানার .............প্ রাণী সম্পর্কে তথ্য
দিয়েছে তাদের মামা।
৩। নিচের
যুক্তবর্ণগুলো ভেঙে একটি করে শব্দ তৈরি কর
এবং তৈরিকৃত শব্দ
দিয়ে একটি করে বাক্য
লেখ। ১ x ৫ = ৫
স্ক, স্থ, ঙ্গ, ফ্র, স্ট্র
।
৪।নিচের
প্রশ্নগুলো উত্তর
লেখ। ৫ x ৩ = ১৫
(ক) চিঠিতে কোন
বিষয়
সম্পর্কে জানতে চাওয়া হয়েছে? — লেখ।
(খ) “তোমরা ঢাকায়
এলে আমরা খুবই
খুশি হব।” —
বুঝিয়ে লেখ।
(গ) প্রাণী আমাদের
কী কী উপকার করে?
— লেখ।
৫। প্রাথমিক
শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতির
কথা জানিয়ে তোমার
বাবাকে একখানা পত্র
লেখ। ০৫
প্রদত্ত কবিতাংশটুকু
পড়ে ৬, ৭, ৮ এবং ৯
ক্রমিক প্রশ্নের
উত্তর লেখ :
থাকব না ক বদ্ধ ঘরে
দেখব এবার জগত্টাকে
কেমন
করে ঘুরছে মানুষ যুগান্তরের
ঘুর্ণিপাকে।
দেশ হতে দেশ
দেশান্তরে
ছুটছে তারা কেমন
করে,
কিশের নেশায় কেমন
করে
মরছে যে বীর
লাখে লাখে।
কিসের আশায়
করছে তারা
বরণ মরণ যন্ত্রণাকে।
৬। সঠিক
উত্তরটি উত্তরপত্রে লেখ।
১ x ৫ = ৫
(i) কবি কোথায়
থাকবেন না?
ক) কবিতায় খ)
দেশে গ) বদ্ধ ঘরে ঘ)
পৃথিবীতে (ii)
জগত্টাকে কে দেখতে চান?
ক) কবি খ) রাজা গ)
মানুষ ঘ) প্রজা
(iii) মরণ
যন্ত্রণা বলতে কী বোঝানো হয়েছে? ক) কষ্টকে খ)
মরণকে গ)
ব্যথাকে ঘ)মৃত্যুর
মতো কঠিন
যন্ত্রণাকে (iv)
মানুষের নেশা কী?
ক) যুদ্ধ করা খ)ভয়
পাওয়া গ)জয় করা ঘ)
লজ্জা পাওয়া
(v)কিশোর
দেশান্তরে যেতে চায়
কেন?
ক) কবিতা শোনার
জন্য খ) আজব
জিনিস দেখার জন্য
গ) পাখি দেখার জন্য
ঘ) সাগর দেখার জন্য
৭। নিচের
প্রশ্নগুলো উত্তর
লেখ। ১ + ২ + ২ = ০৫
(ক)
কবি কী দেখতে চান?
(খ) ‘সংকল্প’ কবিতায়
কিশোর
কী প্রতিজ্ঞা করেছে?
(গ)কবি বিশ্বজগত্টাকে কীভাবে দেখতে চান? ৮। প্রদত্ত শব্দগুলোর
অর্থ লেখ : বদ্ধ,
যুগান্তর, দেশান্তর, মরণযন্ত্রণা, বরণ।১ x
৫ = ৫
৯। প্রদত্ত
কবিতাংশটির মূলভাব
লেখ। ০৫
১০। নিচের
শব্দগুলো কোনটি কোন
পদ তা লেখ: ১ x ৫ = ৫
(ক) সবাই (খ) গান (গ)
কিন্তু (ঘ) দুরন্ত (ঙ)
ফোটে।
১১। বিরামচিহ্ন
বসিয়ে অনুচ্ছেদটি পুনরায় লেখ : ৫
সে অনেক অনেক দিন
আগের
কথা চারদিকে তখন
কী সুন্দর সবুজ বন
ঝোঁপঝাড় আর
দিগন্তে ঝুকে পড়া নীল আকাশের
ছোঁয়া এরকম
দিনগুলোতে মানুষেরা থাকে লোকালয়ে আর পশুরা জঙ্গলে
১২। নিচের
বাক্যগুলো ক্রিয়াপদের চলিত রূপ লেখ : ১ x ৫ = ৫
(i) আমি দেশ-
দেশান্তরে ঘুরিব।
(ii) কথা দেশের মানুষ
কখনো ভুলিবে না।
(iii)
মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করিয়াছেন।
(iv) ধরার বুকে স্নেহ-
কণাগুলি ঘাস
হইয়া ফুটিয়া ওঠে।
(v) তাহাকেও পায়ের
তলায়
পিসিয়া মারিয়া ফেলিল।
১৩। নিচের শব্দগুলোর বিপরীত শব্দ লেখ :
সম্ভব, সূক্ষ্ম, দুরন্ত, সাহসী, প্রকাশ। ১ x ৫
= ৫
১৪। (ক)কবিতার
লাইনগুলো পরপর
সাজিয়ে লেখ : ৬
নৌকা সারে সারে,
নদীর জোয়ার
এই যে নদী
এই ছবিটি চেনা।
বসে নদীর ধারে—
একলা বসে আপন মনে
(খ) কবিতাংশটুকু কোন
কবিতার? ১
(গ) কবিতাটির কবির
নাম কী? ১
(ঘ) গ্রাম বাংলার কোন
ছবিটি আমাদের চেনা?
২
১৫।
বিদ্যালয়ে ভর্তির
জন্য নিচের
ফরমটি পূরণ কর। ৫
পিএসসি-২০১৪
বিষয়ঃ বাংলা
বইয়ের ভেতরের অনুচ্ছেদ: পৃঃ নং ২০, ২৯, ৩৮,
৫১, ৯১, ১০০
আবেদন পত্র:
১. ৯৯ পৃঃ ৬ এর খ
২. Admission
৩. ছাড়পত্র
রচনা :
১. আমাদের দেশ
২. একজন বীরশ্রেষ্ট
৩. স্বরনীয় যারা চিরদিন
৪. স্বদেশ প্রেম
বিষয়ঃ বাংলা
বইয়ের ভেতরের অনুচ্ছেদ: পৃঃ নং ২০, ২৯, ৩৮,
৫১, ৯১, ১০০
আবেদন পত্র:
১. ৯৯ পৃঃ ৬ এর খ
২. Admission
৩. ছাড়পত্র
রচনা :
১. আমাদের দেশ
২. একজন বীরশ্রেষ্ট
৩. স্বরনীয় যারা চিরদিন
৪. স্বদেশ প্রেম
উপরে বাকি অংশ ১ থেকে ১০ আছে।
সবার জন্য দিলাম ১০০% কমন
১১। বিরামচিহ্ন বসিয়ে
অনুচ্ছেদটি পুনরায় লেখঃ৫
সে অনেক অনেক দিন আগের কথা চারদিকে তখন কি সুন্দর সবুজ বন ঝোপঝাড়
আর দিগন্ত্রে ঝুকে পড়া নিল আকাশের চোঁয়া এরকম দিনগুলোতে মানুষেরা থাকে লোকালয়ে আর
পশুরা জঙ্গলে।
১২।নিচের বাক্যগুলি
ক্রিয়াপদের চলিত রুপ লেখঃ৫
1.
আমি দেশ-দেশান্তরে ঘুরিব।
2.
কথা দেশের মানুষ কখন ভুলিবে
নথে।
3.
মুক্তি মুক্তিযোদ্ধারা দেশ
স্বাধীন করিয়েছেন।
4.
ধরার বকে সেনহ কনা গুলো ঘাস
হয়ে ফুটিয়া উঠে।
5.
তাহকেও পায়ের তলায় পিষিয়া
মারিয়া ফেলিল।
১৩।বিপরিত শব্দ গুলো লেখঃ
সম্ভব,সুক্ষা, দুরন্ত, সাহসি,প্রকাশ
১৪।কবিতার লাইনে গুলো
সাজিয়ে লেখঃ
ক) নৌকা
সারে সারে
নদির জোয়ার
এই যে নদী ধারে-
একলা বসে আপন মনে
খ)কবিতাঅংশ টুকু কোন কবিতার
গ) কবিতার টির কবির নাম কি?
ঘ) গ্রামবাংলার কোন ছবিটি
আমাদের চেনা।
১৫।ফরম পূরণ করো।
প্রাইমারী সমাপনী পরীক্ষা -২০১৪
http://int-bd.blogspot.com
cambrian school এর বাংলা সাজেসন-২০১৪
PSC English -2014
# psc_question Set no :- A .1.# Unseen:Robert brucewas a famous king.2.# seen: raju is a firefighter .3.# dailogue: to mother toplay with your frend/abouta book fair, page 72 .4.# from: you went to sendsame money bybd postoffice .now fill up the fromin bd.5.# pragouph : my greandmother / a birthday /libaretion war was invation.6.# letter : a about birds /to a frend about yourhobby.7.# rearrange . happybirtday.9.# re-write : food ballplayer
Time : 2 hours 30 minutes Full Marks : 100
Read the text and answer the questions 1, 2 and 3 :
It was a hot summer day. A man was passing through a village. He sold caps
to the villagers. He walked for miles and felt very tired. He sat under a tree to
take rest. He put his basket of caps beside him. He then fell asleep. There
were monkeys in the tree. The monkeys saw the caps in the basket. They
became curious. The monkeys came down from the tree and took away the
caps. After some time, the man woke up. He found that there was no cap in
the basket. He was surprised. He looked for the caps.
1. Choose the right answer: 110 = 10
(a) What is story about?
i. The monkeys ii. The cap seller
iii. The caps iv. The cap seller and the monkeys
(b) The day wasi.
rainy ii. windy
iii. sunny iv. cold
(c) What was the season?
i. Autumn ii. Winter
iii. Summer iv. Spring
(d) Why did the man take rest under a big tree?
i. to get shadow ii. to sleep
iii. to sell the caps iv. to put away the basket for a moment
(e) The monkeys took the capsi.
to make a fun ii. to wear
iii. to play iv. to sell
(f) The man fell asleep becausei.
he was tired ii. he was happy
iii. he was greedy iv. he was careless
(g) The man was surprised because.
i. he did not find his basket ii. there was no cap in the basket
iii. the monkeys took the caps iv. the basket was stolen
(h) Who could buy caps from the cap seller?
i. shop keepers ii. people
iii. factory iv. village Muslims
(i) The man walked
i. through a city ii. under a bridge
iii. beside a lake iv. through a village
(j) The mans was
i. poor ii. richest
iii. merchant iv. millionaire
2. Fill in the blanks with the given words: 15 = 5
village
empty
imitate
sellers
brightly
buyers
tree
wear
(a) The monkeys like to ............ .
(b) When the man woke up, he found the basket.......... .
(c) The monkeys were in the ............ .
(d) The villagers are the main ............ of his caps.
(e) The sun shines ............ in that day.
3. Answer the following questions in sentence (s): 1+1+1+1+1+2+3=10
(a) What did the man sell?
(b) How long did the man travel?
(c) Why were the monkeys take the caps away?
(d) Why were the monkeys curious?
(e) Why did the man fell asleep?
(f) Write reasons for this why the man was surprised?
(g) The first sentences says. „It was hot summer.‟ Write three other things from the story that also tell us the day was hot.
Read the text and answer the questions 4, 5 and 6:
Once there was a hare. He was walking beside a forest. Suddenly he saw a tortoise. It was moving slowly. He laughed at it saying “Hurry up, you are so slow! can‟t you move a little faster?”
There tortoise felt angry and said, “Why don‟t we run a race and see who wins? The hare laughed even more. “Why not, let‟s do that.” They agreed to start from under a tree and finish at a place near the forest.
So, they started their race. In a few minutes the hare was out of sight. “The tortoise must be far behind”, he said to himself, I am already half way through. Why not have a nap beside that tree? “And soon he fell asleep. But the tortoise walked steadily on and on. In a short time, he passed by the sleeping hare.
The hare slept longer than he thought he would. When he woke up at last, he looked around and saw in surprise that the tortoise was near the finishing line. He ran as fast as he could. But it was too late. The tortoise had reached the finishing line before he could do so. The tortoise looked back at the hare and said smilingly, “See how the slow but steady wins the race!”
4. Choose the best answer: 110 = 10
(a) Where were a hare and a tortoise walking?
(i) beside a forest (ii) beside a village
(iii) beside a river (iv) beside a town
(b) How was a tortoise moving?
(i) fast (ii) little fast (iii) slowly (iv) rapidly
(c) What did the hare see suddenly?
(i) a snake (ii) a fox (iii) a tortoise (iv) a cat
(d) Who is proud of his speed?
(i) the hare (ii) the tortoise (iii) the fox (iv) the deer
(e) He laughed at it saying- “Hurry up, you are so slow! Can‟t you move a little faster?
Who was laughed at and by whom?
(i) The hare by the tortoise (ii) The deer by the hare
(iii) The tortoise by the monkey (iv) None of the above
(f) “I am already half way thorough. Why not have a nap beside that tree?” Who said it?
(i) the tortoise (ii) the fox (iii) a deer (iv) the hare
(g) Make meaningful sentences using the words given below.
started/ race/ their/ they.
(i) Their race started they (ii) They race their started
(iii) Their started they race (iv) they started their race
(h) Why did the tortoise feel angry?
(i) for insulting (ii) for sleeping
(iii) for eating (iv) for waiting
(i) The passage above is written in
(i) Present tense (ii) Past tense
(iii) Future tense (iv) both present and past
(j) Find out the type of the following sentence.
“Once there was a hare.”
(i) Present tense (ii) Past tense
(iii) Future tense (iv) both present and past
5. Match the words in column A with their similar meaning in column B (two extra meaning are given in column B) : 15 = 5
Column A Column B
Forest Arrive
Beside Sleep
Race Next to
Reach Competition
Nap A large jungle
A sleep
6. Answer the following questions: 1+1+3 = 5
(a) Who was very fast to run?
(b) Who felt angry?
(c) Write the moral of the passage?
7. Rearrange the given sentences to make a meaningful story. 15 =5
Maria cannot see the spring day. It‟s a beautiful spring day. She can feel the soft
warmth of the sun and can hear the birds singing. She knows that it is a nice day
because she can smell the flowers. Maria wakes up early feeling happy.
8. Rewrite the sentences using punctuation marks and capital letters
where necessary. 15= 5
one morning fitzy frog wakes up he tries to speak but he cannot fitzy has lost
his voice it could not have gone far he thinks Ill go and find it.
9. Arrange and rewrite the following words so the they make sense. 15 = 5
(a) village, their a, death, valley, became, of.
(b) waiting, us, a, was, for, guide.
(c) I, help, may, you?
(d) are, it, on, lit, candles.
(e) how, they, see, beautiful, look!
10. Translate into English: 15 = 5
a) GLb KqUv ev‡R? b) G¸‡jv ¯^v‡¯’¨i Rb¨ fvj| c) evsjv‡`k Avgvi gvZ…f‚wg| d) ivKv
we`¨vj‡q hvqwb| e) Avwg Avgvi †`k‡K fv‡jvevwm|
11. Translate into Bangla: 15 = 5
(a) Bangla is our mother tongue. (b) A birthday is a memorable day in one‟s life.
(c) Sufia is at home on a Friday. (d) Saikat is a good student. (e) Gardening
keeps you fit.
12. Read the following situation. Make a dialogue using would or could,
You want your brother to tell you how to make birds on strings. 5
13. Suppose, you want to be a member of your school debating club. Your
teacher give you a form. Fill it out. 5
Cambrian School and College
Baridhara, Dhaka.
PHOTO
1. Name :
2. Mother‟s Name :
3. Father‟s Name :
4. Home Address :
5. Class :
6. Roll :
7. Date of birth :
Signature
14. Write a composition about “Olympic Games” using the given cues. 10
* Sports * Nations
* From where * First held
* When * IOC
* events * Games
* Athlets * Countries
15. Suppose you are Kamal/ Kona. Write a letter to your friend Raka/
Rajib, describing him/her how you celebrated your last birthday. 10
http://int-bd.blogspot.com
3rd English Model Test for PEC 2014
Time: 2:30 hours Full Marks: 100
Read the text (EFT-Based) and answer the questions 1, 2 and 3:
The next day, when he opened his
eyes, he was unable to move. Half of his body was under the mud.
Somehow he managed to stand up. He got back home. He saw his house
completely ruined. He didn’t find his grandparents. His sister was
missing too. Later their dead bodies were found with many others. He was
shocked with grief and pain. Their village became a valley of death.
After they buried the dead bodies,
people started working together.
First they made the nearest school a shelter center. It was a hard job.
All people worked hand in hand. They worked together with NGO people
and people from the Government. They had a tough time. Days after days
they had no safe drinking water and sufficient food. They had no safe
place to sleep. People suffered from many diseases. After three years,
still many people are in distress. People have rebuilt their houses,
repaired roads and bridges and planted new trees. Some of the bushes and
trees now have new leaves. Often Babul looks at the people and the
village. He tells himself, ‘We have survived and we shall overcome in
the coming days too.
1. Write only the answer on the answer paper. 1×10=10
i) Babul was _____ to move.
(a) able (b) unable (c) enable (d) ability
ii. What happened to Nipa?
(a) She was alive (b) She was dead (c) She was weak (d) She was injured
iii. What was completely ruined?
(a) His dream (b) His field (c) His shop (d) His house
iv. Later ______ were found with many others.
(a) His father (b) His mother (c) their dead bodies (d) His uncle
v. The village _____ the valley of death.
(a) become (b) becomes (c) becoming (d) became
vi. They made a _____ at their school field.
(a) Hospital (b) market (c) shelter center (d) relief camp
vii. Who did they work with?
(a) villagers (b) family (c) NGO (d) Army
viii. They needed a safe place to _____.
(a) play (b) cultivate (c) sleep (d) run
ix. The people suffer from _____.
(a) many diseases (b) modern facilities (c) mosquitoes (d) fever
x. What is the synonym of ‘ruined’?
(a) Survived (b) Overcome (c) Destroyed (d) Built
2. Match the words in Column A with their meanings in Column B. Two extra meanings are given in Column B. 1×5=05Column A | Column B |
|
- Answer the following questions. 1+1+3=05
(b) Why did they make the shelter center in their school?
(c) Write three sentences explaining why Babul was shocked with grief and pain.
Read the text and answer the questions 4, 5, 6 and 7.
Sheikh Saadi was a great poet in Iran. He used to lead a very simple life. Once on his way for a night to the court of the king of Iran, he took shelter in a noble man’s house for a night. He was then in very simple dress. The noble man could not recognize him and the treatment he received offended him. But he did not say anything to him. The next day Sheikh Saadi went to the court of the king and was received with honor. He stayed there for a few days. He composed some beautiful poems and entertained the king and his courtiers. He received rich gifts from the king. He put on a very rich and ornamented dress. Thus he was returning to his village. On his way he again visited that noble man’s house. This time, the rich man was surprised to see Sheikh Saadi in a rich ornamental dress. He was delighted to see the change in Sheikh Saadi and treated him with the best of the foods and comfort.
While eating, he was surprised to see the rich delicious foods and understood the rich man’s attitude. Sheikh Saadi then instead of eating the foods started putting them into the pockets of his rich cloth. This surprised the rich man, “Why are you putting the foods into the pockets of your dress?” said the rich man. “I am putting them into the pockets of my dress because these foods are meant for my dress, not for me,” said Saadi. The rich man realized his earlier folly and became ashamed.
- Write only the answer on the answer paper. 1×10=10
a. complex b. humble c. gorgeous d. attractive
(ii) The court of the king received him with great _____.
a. principle b. pleasure c. surprise d. respect
(iii) He _____ there for a few days.
a. remained b. worked c. occupied d. ran
(iv) He _____ some beautiful poems.
a. created b. read c. recited d. kept
(v) The word “delighted” is a/an _____.
a. noun b. verb c. adjective d. adverb
(vi) “This surprised the rich man.” The sentence is written in ——— tense.
a. present indefinite b. past indefinite c. future indefinite d. past perfect
(vii) “Why are you putting the foods into the pockets of your dress?” Which sentence is it?
a. assertive b. imperative c. interrogative d. exclamatory
(viii) He was _____ to his village.
a. return b. returning c. returned d. returns
(ix) The rich man could _____ his earlier folly.
a. realized b. realize c. realizing d. not realize
(x) The story is a ———-.
a. fable b. short story c. ghost story d. comedy
5. Fill in the blanks with the given words from the box. 1×5=05
identify | dress | astonished | became | eat | surprised |
(b) The noble man could not _____ him for his normal dress.
(c) While eating, he was _____ to see the rich delicious foods.
(d) Finally, the rich man _____ ashamed.
(e) He was ______ to see the rich delicious foods.
6. Answer the following questions in sentence(s). 1+1+2+3+3=10
a. Who was Sheikh Saadi?
b. Where did he go one day?
c. Why did the king invite him?
d. When did the rich man serve him delicious food items?
e. What did the rich man finally realize?
- Suppose, you are a student of class V, one of your class teachers told you a story about Sheikh Saadi. Now write a letter to your friend Nabil/Nabila, who lives in 35, Agrabad, Chittagong, about the main theme of the story. 10
- Rearrange the given five sentences in correct order to make a meaningful story. 2×5=10
- Rewrite the sentence (s) using punctuation and capital letters where necessary. 2×5=10
10 Arrange and rewrite the following words so that they make sense. 1×5=05
a. our, often, come, time, free, here, we, in.
b. must, you, regularly, them, eat.
c. message, reads, his, Rosie.
d. have, you, do, any, class, now?
e. Bangladesh, is, it, only, the, island, coral, in.
11. Write a composition about “Your Home Town”. You have to follow the clues. a. What is the name of your home town? b. Where is it situated? c. How was it named? d. Who are the famous personalities? e. What are there in and outside of this village? 10
12. Suppose, you are a new comer of an area. You do not know anything of it. Now you need help to know surroundings. Ask a passerby or a traffic police to help you knowing the way of nearest library. 05
13. Suppose, you are going to get admitted in a new school and you have collected the admission form from the school. Now fill the form out with information of yourself. 05
Ideal School and College
121, Motizheel, Dhaka
Photo
- Name :
- Date of Birth :
- Father’s name :
- Mother’s name :
- Present address :
- Permanent address :
- Previous School :
- Class :
- Hobbies :
- Religion :
http://int-bd.blogspot.com
৫ম সমাপনী চূড়ান্ত সাজেসন...২০১৪
বিসয়ঃ...ইংরেজী
১ থেকে ৪ নম্বর প্রশ্নের জন্নঃ(unseen
comprehention)
*** The name of our country is Bangladesh…….
*Once an old farmer had three sons…..
**One day a lion was sleeping………..
**Robert brnece was a famous king….
** Once there a cow boy…………..
***There was two friend……
***It was a hot summer day. About thirsty crow…..
** Bayzid was a small boy…….
*** Today is Friday……….
** There lived a wood cutter………….
* Macropolo was a famous…………..
৫ থেকে ৭ প্রশ্নের জন্য: Seen
comprehention
** Saikat lives with his present….
*** Once there was a hare….
** The Olympic game….
*** Raju a fairfigher………….
*The name of my home town…..
*** It’s a beautiful spring day….
** On 14 december our….
* Raka is at home………….
*** Babul is a student………..
*** There is a will knone-saying……
৮
নম্বর প্রশ্নের জন্নঃ Re- arrange the sentence
- Raju is firefighter…………. This for many days.
- Raka is at home…….. some medicines
- Once there was a hare…….. little faster?
- It’s a beautiful spring day………. Cannot see the spring.
- Maria has a dream………. To be writer.
- Tania is from Chittagong….. dislikes about sports.
- My name is shuvo…….arrived srimangol at 8.
- Babul is a student ……………Nipa and his grandparsents.
- Laila and Brithi are and play game.
- One morning Fitzy …………….go and find it.
- Sufia is at home ………………..play with Helen.
- A birthday is a…………..diferent ways.
- We started at 7 in the morning…………. Members in the team.
- Maria can not see the spring day………. Since birth.
- I want to a scout jamboree…………… scout signals.
- Babul is very good at………. Is very happy.
- Tamil and amina often………….. at a corner table.
- Once there was a hare …………….slow motion.
- have you ever heard of ………….. of good we should eat.
- There is a well-known……………. Good mix of foods.
১১
নম্বর প্রশ্নের জন্নঃ(Dialogue)
*** You want to know about away to the libray/rail
station/bus station/post office/hospital/school/town hall.
***you want to know the importance of learning English/improve
English.
***You want to get permition from your mother to
play/watch TV.
***You want to know how your friend spends his leisure time.
***You want to know salma’s English book.
১৩ নম্বর প্রশ্নের জন্নঃ (Short
composition)
*** Your experience of a Great day.
***My new friend/my best friend/my friend.
*** My country/ Homeland.
***My favorite Game/Olympic Game.
***A Firefighter.
*** A mother.
http://int-bd.blogspot.com
http://int-bd.blogspot.com
প্রস্তুতিমূলক প্রাথমিক শিক্ষা
সমাপনী পরীক্ষা-২০১৪
খ সেট
|
শ্রেণী-পঞ্চম, বিষয়ঃ গণিত
সময়ঃ ২:৩০ ঘণ্টা পূর্ণমানঃ ১০০
আপনাদের ক খ গ ঘ সব গুলো দিয়ে দিবো । প্রথমে খ সেট দিয়ে শুরু করলাম
১। সঠিক উত্তরটি
উত্তরপত্রে লিখঃ
i)গুণ্য ১২৫, গুনক ১০১ হলে গুনফল কত?
ক)১২৬০৫ খ)১২৬২৫ গ)২২৬ ঘ)১২৬৫২
ii)১০০ জন শ্রমিকের মজুরী ২৫০০ টাকা হলে ১ জনের মজুরী কত?
ক)২৫০
টাকা খ)২৫ টাকা গ)২৫০০ টাকা ঘ)৫০০ টাকা
iii)১৮ এবং ৩০ এর গ,সা,গু কত?
ক)৫ খ)৬ গ)৭
ঘ)৮
ক)১ ১
গ)২ ঘ)১
v)ক=১৫ হলে, কোন খোলা বাক্যটি সঠিক?
ক)ক×৫+১০=৬০ খ)(১৫×৩)-ক=৬০ গ)(ক÷৮)÷৯=১৫ ঘ)(ক÷৪)+২=১৪
vi)৩৫% এর সাধারণ ভগ্নাংশে প্রকাশিত রূপ কোনটি?
ক)
vii)৮২ কিলোগ্রাম ৫১৫ গ্রাম=কত গ্রাম?
ক)
২৮৫১৫ গ্রাম খ) ৮৫২১৫গ্রাম গ)৫৮১১৫গ্রাম ঘ)৮২৫১৫গ্রাম
viii)বর্গক্ষেত্রের এক বাহুর দৈরঘের ১ মিটার হলে, ক্ষেত্রফল কত?
ক)১
বর্গমিটার খ)২ বর্গমিটার গ)৩ বর্গমিটার ঘ)৪ বর্গমিটার
ix)বৃত্তের প্রত্যেক ব্যাস বৃত্তকে বিভক্ত করে?
ক)একটি
বর্গে খ)দুইটি বর্গে গ)একটি অর্ধবৃত্তে ঘ)দুইটি অর্ধবৃত্তে
x) II দ্বারা কত বুঝানো হয়?
ক)৫ খ)৬ গ)৭
ঘ)৮
২।
নীচের প্রশ্নগুলির উত্তর লিখঃ
ক)৩১৮৪৫÷১০০
দ্বারা ভাগ করলে ভাগফল আর ভাগশেষ কত?
খ)৮,৩,৫,০,৭
অঙ্ক গুলোর একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম সংখ্যাটি লিখ।
গ)
ঘ)ল,সা,গু ও গ,সা,গু এর পূর্ণরূপ লিখ।
ঙ)
চ) প্রক্রিয়া প্রতিক গুলো লিখ।
ছ)আসল নির্ণয়ে সুত্র লিখ।
জ) ১ মিটার = কত ইঞ্চি?
ঝ)অধিবর্ষ
কি?
ঞ)
একটি কর্ণ একটি চতুর্ভুজকে কয়টি ত্রিভুজ
কে বিভক্ত করে?
৩।একটি ছাত্রাবাসে ৪০ জন
ছাত্রের ২০ দিনের খাদ্য আছে।ঐ খাদ্য ঐ ছাত্রাবাসের আরও ১০ জন ছাত্র আসল।
ক) ছাত্রাবাসে মোট ছাত্র
সংখ্যা কত হল?
খ) ১ জন ছাত্রের ঐ খাদ্য
কত দিন চলবে?
গ) ঐ খাদ্য তাদের আর কত
দিন চলবে?
ঘ)যদি ৮ জন ছাত্র চলে
জেত,তবে ঐ খাদ্য তাদের কত দিন চলত?
ঙ) যদি একজন ছাত্রের দৈনিক ১৩০ টাকার খাবার লাগে খাবার লাগে।
তবে নতুন ছাত্রেরমোট খাবার খরচ কত?
অথবা
৯ ডজন পেনসিলের দাম ১৬২০
টাকা। এরুপ-
ক)১ ডজন পেন্সিলের দাম কত?
খ) ১ টি পেনসিলের দাম কত?
গ) ৬ টি পেনসিলের দাম কত?
ঘ)১৩৫ টাকায় কয়টি পেনসিল পাওয়া যায়?
ঙ) ২২৫ টাকার কয়টি পেন্সিল পাওয়া যাবে?
৪। চারটি সংখ্যার যোগফল
৪৬৮৫২০।প্রথম দুটি সংখ্যা ৭৩৫৮৪ ও ৬৪২০৯।
৩য়
সংখ্যাটি প্রয়ায়।সংখ্যা অপেক্ষা ৯৪৮৫ কম। ৪থ্ সংখ্যাটি কত?
অথবা
রাজু ও রনির একত্রে ৬৯০
টি লিচু আছে। রাজু অপেক্ষা রনির ৮৬ টি কম আছে।
রাজু ও রনির পরিমাণ কত?
৫। নন্দিনী ৫ম শ্রেণীর
সমাপনী পরীক্ষায় বাংলায় ৮২, ইংরেজিতে ৭০, গনিতে ৯২,
বিজ্ঞানে ৭৫ এবং সমাজে ৭৯ নম্বর পায়।
ক) নন্দিনী বিজ্ঞান ও সমাজে মোট কত নম্বর পেয়েছে?
খ) নন্দিনী বাংলা ও ইংরেজিতে গড়ে কত নম্বর পেয়েছে?
গ)নন্দিনীর শেষ
দুটি বিষয়ে প্রাপ্ত নম্বরে প্রথমে দু টি বিষয়ে নম্বরের গড় ব্যবধান কত?
ঘ) সে প্রথম দু
টি বিষয়ের চেয়ে শেষ দুটি বিষয়ের চেয়ে শেষ
তিনটি বিষয়ে কত নম্বর বেশি পেয়েছে?
ঙ) নন্দিনী প্রতি
বিষয়ে গড়ে কত নম্বর পেয়েছে?
অথবা
আশিক বার্ষিক
পরীক্ষায় বাংলায় ৬৮, গনিতে ৯৬,ইংরেজিতে ৮১, বিজ্ঞানে ৭৭, ধর্মে ৭৩ পেয়েছে।
ক) আশিক কোন
বিষয়ে সবচেয়ে কম নম্বর পেয়েছে?
খ)বাংলা, গনিত ও
ইংরেজিতে তার মোট নম্বর কত?
গ) ইংরেজি,
বিজ্ঞান ও ধর্মের তার নম্বরের গড় কত?
ঘ) সে মোট কত
নম্বর পেয়েছে?
ঙ) সে গড়ে কত
নম্বর পেয়েছে?
৬। দুটি ড্রামের ধারন
যথাক্রমে ২২৮ লিটার ও ৩৪৮ লিটার। সর্বাধিক কত ধারন ক্ষমতার
কলসি পানি ধরবে?
অথবা
কোন বহত্তম সংখ্যা দ্বারা ১২৯,২৩৬ ও ৩৬৪ কে ভাগ দিলে যথাক্রমে ৩,৫,৭
অবশিষ্ট থাকে?
৭। ভাজক ভাগফলের ৮ গুন।
ভগফল
অথবা
একটি খুঁটির অংশ কাঁদায়, পানির উপরের অংশের দৈঘ্য ২ মিটার হলে
পানিতে যতটুকু খুঁটি আছে তার দৈঘ্য কত?
৮। এক লিটার দুধের দাম ৪৫.৭৫ টাকা। শামিম ২ লিটার
দুধ কিনে দুধওয়ালেকে ১০০ টাকা দিল। শামিম কত টাকা ফেরত
পাবে?
অথবা
দু টি সংখ্যার
গুনফল ১০.৫। একটি সংখ্যা ২.৮ হলে অপরটি কত?
৯। কোন পরীক্ষায় ৪০ জন
ছাত্রের মধ্যে ৪ জন ফেল করেছে।
শতকরা
কতজন ছাত্র ঐ পরীক্ষায় পাশ করেছ।
অথবা
একটি রেডিও ১১৪০ টাকায় বিক্রয় করায় ৫% ক্ষতি হলো। রেডিও ক্রয় মূল্য
কত?
১০। একটি ড্রামে ৫৩ কেজি
৯ হে গ্রা. ৮ ডে.গ্রা ৭ গ্রাম আটা রাখা যায়। এরুপ ৯ টি ড্রামে
কি পরিমাণ আটা রাখা যায়?
অথবা
একটি ত্রিভুজাকার জমির ভূমির পরিমাপ ৫৬০ মিটার এবং উচ্চতা ৩০০ মিটার
এর ক্ষেত্রফল হেক্টর প্রকাশ কর।
১১। ৩ বছর ৫ মাস ১৫ দিন
কে মিনিট পরিণত কর।
অথবা
৮৯৭৬৫ ঘণ্টাকে বছর,মাস ও দিনে পরিণত কর।
১২. ২০ জন শ্রমিকের ওজন (কেজি)
দেওয়া হোল-
৬০,৫২,৫৪,৫০,৫২,৫৪,৫৬,৫৮,৬০,৬০,৫০,৫৪,৫৬,৫৮,৬০,৫০,৬০,৬০,৫৮,৫৪।
উপাত্ত গুলো বিন্যস্ত কর।
অথবা
বালুচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচটি
শ্রেণীর শিক্ষাথীদের সংখ্যা
নিম্নরূপঃ
উপাত্ত অনুসরণ করে স্তম্বলেখ আঁক।
শ্রেণী
|
শিক্ষাথীর সংখ্যা
|
১ম
|
৮০
|
২য়
|
৭৫
|
৩য়
|
৭৮
|
৪র্থ
|
৬৫
|
৫ম
|
৫৫
|
১৩। ক) ৩ সেঃমিঃ
ব্যাসাধের একটি বৃত্ত আঁক এবং বিভিন্ন অংশ
চিহ্নিত কর ।
খ) চিত্র সহ সংজ্ঞা দাও :(যে কোন দুটি)
ব্যাসার্ধ, সামান্তরিক, রম্বস।
Thank you
ReplyDeleteThanks
ReplyDelete