শুধু আপনদের জন্য দিব। হতাশ হওয়ার কিছু নেই। সময় মত হাতে পেলে দিয়ে দিব। তাই চোখ রাখুন এই ব্লগে। ধন্যবাদ।
PSC,JSC,SSC,HSC Question and suggestions paper 2014.
Thursday, 4 December 2014
Monday, 1 December 2014
english paragraph
→Our National Flag (99%)
→Load Shedding.
→A Book Fair (99%)
→Traffic Jam.
→A farmer
→Tree Plantation.
→Early Rising
→Internet/
Monday, 24 November 2014
প্রসাব পায়খানার নিয়মাবলী
প্রসাব-পায়খানা ছোট নাপাকীর অন্তর্ভুক্ত। এর নিয়ম সম্পর্কে
রাসুল্লুলাহ (স) বলেনঃ যখন তোমাদের কেউ প্রসাব-পায়খানায় যাবে তখন সে যেন কিবলার
দিকে মুখ ও পিঠ ফিরিয়ে না বসে। অতঃপর পানির অবর্তমানে তিনি রাসুল্লুল্লাহ (স)
ইস্তিঞ্জার জন্য সর্বনিম্ন ৩টি পাথর নেয়ার নির্দেশ দেন এবং গোবর বা হাড় (অন্য
বর্ণনায় কয়লা) দিয়ে কুলুখ নিতে নিষেধ করেন। আর ডান হাত দিয়ে প্রসাব-পায়খানার অংগ
ধুতে নিষেধ করেন। (সহীহ মুসলিম)
Saturday, 22 November 2014
প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার বিস্তারিত তথ্য জেনে নিন এখান থেকে
আগামী ২৩ নভেম্বর রবিবার প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা
শুরু হবে, চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। প্রাথমিক পর্বের শিক্ষা শেষে দেশের
সর্ব বৃহৎ এ পাবলিক পরীক্ষায় বসবে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া প্রায় ৩০ লাখ ৯৪
হাজার ২৬৫ জন লাখ শিক্ষার্থী।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল থেকে এ পরীক্ষা শুরু হয়। আর ইবতেদায়ীতে এ পরীক্ষা শুরু হয় ২০১০ সালে। গত বছর ২০ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ২০০৯ সাল থেকে এ পরীক্ষা শুরু হয়। আর ইবতেদায়ীতে এ পরীক্ষা শুরু হয় ২০১০ সালে। গত বছর ২০ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত প্রাথমিক ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ২৯ লাখ ৫০ হাজার ১৯৩ জন শিক্ষার্থী অংশ নেয়।
প্রাইমারী সাজেশন পেতে উপরে মেনুবারে psc তে click করেন
psc, jsc dakhil,ssc ,hsc polytechnic, সাজেশন সব কিছু পাবেন মেনুবারে।এবং ইসলামের কথা পাবেন ইসলামে কোঠায়। ধন্যবাদ
Subscribe to:
Posts (Atom)